
বিয়ের আগে হবু স্ত্রীর সঙ্গে ছবি তুলছিলেন এক যুবক। একটি মন্দিরের সামনে ‘প্রি-ওয়েডিং ফটোশুট’ চলছিল পুরোদমে। হবু কনের পরনে সাদা শাড়ি, হবু বর ধুতি পরে সঙ্গিনীর হাত ধরে এগোচ্ছিলেন পায়ে পায়ে। পুজোর থালা নিয়ে। ঠিক তখনই ঘটল অঘটন!
গোটা ব্যাপারটাই হয় মন্দিরের সামনে। ছবিতে ভাল লাগবে বলে মাহুত সহ একটি হাতিকে রাখা হয়েছিল মন্দিরের সামনে। হবু বর কনের ফটোশুটের নেপথ্য সাজ হিসাবে। তাকে পিছনে রেখে সামনে দাড়িয়ে গল্প গুজব করছিলেন দুজন। এমন সময় আচমকাই হাতি তার শুঁড়ে জড়িয়ে নেয় যুবককে। লোফালুফি খেলতে শুরু করে তাঁকে নিয়ে।
ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তাতে দেখা যাচ্ছে হাতির শুঁড়ে নাজেহাল দশা হবু বরের। তাঁর ধুতি-চাদর খুলে পড়েছে মাটিতে। হাতির শুঁড়ে উল্টো হয়ে ঝুলছেন তিনি। পরনে শুধু অন্তর্বাস টুকু টিকে রয়েছে কোনও মতে।
ভিডিয়ো দেখে নানা জনে নানা মন্তব্য করেছেন ঘটনাটি নিয়ে। কেউ মজা করে লিখেছেন, জীবনটাও এই রকমই। কখন কী হবে বুঝেই উঠতে পারবেন না। কেউ আবার লিখেছেন, এ হল, বিয়ের আগের বিপদ সঙ্কেত।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]