
আসছে স্মার্ট পারফিউম। নিয়ন্ত্রিত হবে স্মার্টফোনের মাধ্যমে। সেপ্টেম্বরে মিলতে পারে বাজারে। নিশ্চয় মনে হচ্ছে যে স্মার্টফোন থেকে কীভাবে নিয়ন্ত্রিত হবে পারফিউম? পণ্যটির নাম নিনু পারফিউম (Ninu Perfume)। এতে ১০০টি সুগন্ধি বিকল্প রয়েছে। যা ইচ্ছা অনুযায়ী সেট করা যাবে।
সংস্থার দাবি, এটিই বিশ্বের প্রথম স্মার্ট পারফিউম। স্মার্টফোনের সাহায্যে পারফিউমের সুবাস পরিবর্তন করা যাবে। এক্ষেত্রে মেজাজ এবং অবস্থান অনুযায়ী পারফিউমের সুবাস পরিবর্তন করতে পারেন। এর জন্য খরচ করতে হবে ১৪,৭৫৩ টাকা।
পণ্যটি বর্তমানে উপলব্ধ হয়। তবে কেউ অর্ডার করলে আগামী সেপ্টেম্বর মাস নাগাদ পাওয়া য়েতে পারে। এটি নিয়ন্ত্রণ করতে, ব্যবহারকারীদের ফোনে NINU অ্যাপ ডাউনলোড করতে হবে।
সংস্থার মতে, ব্যবহারকারীরা একটি বোতলে ১০০টি গন্ধ পাবেন। এছাড়াও এতে অনেক ধরনের অপশন থাকবে। নিনু অ্যাপে, দুটি ধরণের বিকল্প থাকবে, সেগুলি হল where you are going এবং how you want to feel। এই অপশানগুলির মধ্যে একটি ব্যবহার করে, ব্যবহারকারী পছন্দ মতো সুবাস বেছে নিতে পারবেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]