
কুকুরের ছবি। দেখা যাচ্ছে ছবির কুকুরটির পা অবিকল মানুষের মতো। ছবির কারসাজিও মাঝেমধ্যেই আমাদের নজর কাড়ে। প্রায়ই অনেক রকমের বিচিত্র ছবি ভাইরাল হয় নেটমাধ্যমে। কোনোটি শুধুই মজার, কোনোটি আবার তৈরি করে মজার দৃষ্টিভ্রম, কোনোটি আবার সত্যিও হয়। তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ছবিটিতে দেখা যাচ্ছে, একটি গাড়ি থেকে মুখ বের করে রয়েছে একটি ম্যাস্টিফ প্রজাতির কুকুর। কিন্তু মাথা কুকুরের হলেও দেহের নিম্নাংশে দেখা যাচ্ছে অবিকল মানুষের মতো পা! এমন অদ্ভুত ছবিটিই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
জো মিচেল নামে এক ব্যক্তি ফেসবুকে পোস্ট করেছেন ছবিটি। সঙ্গে লিখেছেন, ‘আমার বাবা আমাকে এই ছবিটি পাঠিয়েছেন। আমি জানি না, কুকুরের যে মানুষের মতো পা গজিয়েছে, সেটা উনি বুঝতে পেরেছেন কি না!’
আসলে কুকুরটি যে গাড়িটির জানালা থেকে মুখ বের করে রয়েছে, তার গায়েই প্রতিফলিত হচ্ছে চিত্রগ্রাহকের পা। আর কুকুরের মুখের নিচে সেই প্রতিবিম্ব এমনভাবে বসেছে যে, একঝলক দেখে মনে হচ্ছে যেন পা গজিয়েছে কুকুরটির। কুকুরের পা সত্যিই কি আর মানুষের মতো হতে পারে! কল্পনার রাজ্যেই ঘটে এমন ঘটনা, বাস্তবে শুধুই কারসাজি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]