জিরোনাকে হারিয়ে বার্সাকে পেছনে ফেলার সুযোগ পেল রিয়াল
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭
জিরোনাকে হারিয়ে বার্সাকে পেছনে ফেলার সুযোগ পেল রিয়াল
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

লা লিগায় জিরোনাকে ৩-০ গোলে হারিয়ে বার্সেলোনার কাছাকাছি চলে এসেছে রিয়াল মাদ্রিদ। দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর পয়েন্টের ব্যবধানে এখন মাত্র ২। এতে রিয়ালের সুযোগ হয়েছে বার্সাকে পেছনে ফেলারও। কারণ, তাদের হাতে এখনো এক ম্যাচ বেশি রয়েছে।


১৭ ম্যাচে বার্সার পয়েন্ট ৩৮। ১৬ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৩৯। পরের ম্যাচে রিয়াল জিতে গেলেই চলতি মৌসুমে প্রথমবারের মতো শীর্ষস্থান হারাবে বার্সা। সেক্ষেত্রে দুই দলের ম্যাচও হবে সমান সমান। আর ২২ পয়েন্ট নিয়ে অষ্টমস্থান আছে জিরোনা।


রিয়ালের এমন সুযোগ তৈরি করে দিতে বার্সার অবদানও কম ছিল না। গতকাল শনিবার রাতে টেবিলের মাঝামাঝিতে থাকা রিয়াল বেটিসের বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট খুঁইয়েছে বার্সা। অন্যদিকে জিরোনাকে পাত্তাই দেয়নি রিয়াল। এক রাতে স্পেনের দুই শহর সেভিয়া ও জিরোনায় ভিন্ন রকম ফলাফলই জমিয়ে তুলেছে লা লিগায় টেবিলের লড়াই।


জিরোনার মাঠে প্রথমে রিয়ালকে লিড এনে দেন জুড বেলিংহ্যাম। ৩৬ মিনিটে মাঝবক্স থেকে ডান পায়ের দুর্দান্ত শটে গোল করেন ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার। এ নিয়ে লা লিগায় টানা ৫ ম্যাচে গোল করলেন তিনি।


৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্দা গুলার। বেলিংহ্যামের অ্যাসিস্টে জিরোনার জাল কাঁপান তুরস্কের অ্যাটাকিং মিডফিল্ডার ও উইঙ্গার।


গোল করে ও করিয়ে খানিকটা চোটে পড়েন বেলিংহ্যাম। তবে ইংলিশ তারকার চোট তেমন গুরুতর নয়। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানান, বেলিংহ্যাম ঠিক আছে। পরে ম্যাচে তাকে না পাওয়ার শঙ্কা নেই রিয়ালের।


রিয়ালের ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেন, (বেলিংহ্যাম) ভালো আছে। খেলার জন্য সে অ্যাভেইলেবল। পেশির ইনজুরি আছে মেন্ডির। বাকিদের সামান্য চোট। বেশি কিছু নয়।


রিয়ালের হয়ে শেষ গোলটি করেন কিলিয়ান এমবাপে। ৬২ মিনিটে ফরাসি বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের ব্যবধান ৩-০ করে লস ব্লাঙ্কসরা। রিয়ালের জয়ে কিছুটা স্বস্তি পাচ্ছেন এমবাপে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com