'সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ', সঠিক না বানোয়াট খবর?
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ২৩:১০
'সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ', সঠিক না বানোয়াট খবর?
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ। ৪ নভেম্বর, সোমবার একটি বাংলা দৈনিকে খবরট প্রকাশিত হয়। কয়েকটি অনলাইন পোর্টালেও সংবাদটি প্রকাশিত হয়েছে। খবর প্রকাশের পর থেকে তোলপাড়। সংবাদ কর্মীদের মাঝেও প্রশ্ন উঁকি-ঝুঁকি দিচ্ছিল।


খবরটা কি সত্যি? সত্যিই সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে? তাও কোন আন্তর্জাতিক ক্রিকেটে নয়। ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে সমারসেটের বিপক্ষে ম্যাচে নাকি প্রশ্নবিদ্ধ হয়েছে সাকিবের বোলিং অ্যাকশন।


কিন্তু তারপর তো সাকিব ভারতের বিপক্ষে দু’দুটি টেস্ট ম্যাচও খেলে ফেলেছেন। তখন তো কোন অবজেকশন আসেনি আইসিসির পক্ষ থেকে?


৪ নভেম্বর, সোমবার বিসিবি থেকে জানানো হয়েছে, ‘সাকিবের বোলিং নিয়ে কোন প্রশ্ন উঠেছে, সাকিব রিপোর্টেড হয়েছেন- এখন পর্যন্ত এমন কোন খবর বিসিবিতে আসেনি। আইসিসি থেকে কিংবা সাকিবের কাউন্টি ক্লাব সারেও তা বিসিবিকে জানায়নি। এটা পুরোই ভুল ও কল্পনা প্রসূত সংবাদ।’


বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির প্রধান ইফতিখার রহমান মিঠু জানান, তিনি বা বিসিবির কোন কর্মকর্তা এমন কোন খবর শোনেননি। বিসিবিকে কোনো মাধ্যম থেকে সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার খবর পাঠানো হয়নি।


এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামও। তার মন্তব্য, ‘সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার কোন খবর আমি বা আমরা (বিসিবি) জানি না।’


পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করে রাবিদ জানান, ‘সাধারণত কোনো বোলারের বোলিং অ্যাকশন সন্দেহ হলে সেটা রিপোর্ট করেন আম্পায়াররা। ওই ক্রিকেটার যে ম্যাচে অংশ নিয়েছেন, সেই ম্যাচের আম্পায়াররা বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ হলে প্রথমে রিপোর্ট করেন। তখন সেই ক্রিকেটার যে দলের হয়ে অংশ নিয়েছেন, সেই ক্লাব, দল কিংবা জাতীয় দল- যেই হউক না হোক না কেন, সেখানে সবার আগে খবর দেয়। একইভাবে সে খবর আইসিসির মাধ্যমে সংশ্লিষ্ট বোর্ডেও চলে আসে। সাকিবের ক্ষেত্রে এসব কিছুই হয়নি।’


বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, যে ঘটনার কথা বলা হচ্ছে সেটা যেহেতু অন্য একটি দেশের ঘরোয়া ক্রিকেটের ব্যাপার, সে ক্ষেত্রে তারা বিসিবিকে কোনো ক্রিকেটারের সন্দেহজনক বোলিং অ্যাকশনের বিষয়টা জানাতে বাধ্য নয়। এর ফলে, বিসিবিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানে না। সে কারণেই বিসিবি সাকিবের বোলিং রিপোর্টেড নাকি না- সে বিষয়েও কিছু বলতে পারবে না।


তিনি নিয়মের কথা তুলে ধরে বলেন, ‘স্বাভাবিক নিয়মে কোনো আন্তর্জাতিক ম্যাচ হলে, সেখানে যে কোনো ক্রিকেটারের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে, সবার আগে জানবে সংশ্লিষ্ট দুই দেশ ওই ম্যচ বা সিরিজে অংশ নিচ্ছে সেই দুই দেশের ক্রিকেট বোর্ড এবং তারা সে অনুযায়ী ব্যবস্থাও নেবে।’


ভিন্ন ঘরোয়া ক্রিকেটের বিষয় যেহেতু, সেহেতু সেটা তাদের বিষয় উল্লেখ করে বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘যেহেতু এটা অন্য টেরিটোরিতে বা একটা দেশের ডমেস্টিক ক্রিকেটের ঘটনা এবং এটা কোনো আন্তর্জাতিক ম্যাচে নয়, সে ক্ষেত্রে ওই ডমেস্টিক ক্রিকেটটা যে দেশের বোর্ডের, তারাই শুধু জানবে বা তাদেরই জানার এখতিয়ার।’


প্রধান নির্বাহী নিজে কিংবা বিসিবি এ বিষয়ে কিছু জানে কি না, সে বিষয়ে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমি জানি না বা এখনও পর্যন্ত কোনো মাধ্যম থেকে শুনিনি যে সাকিব রিপোর্টেড হয়েছে। তবে, যদি সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে ইংলিশ কাউন্টির সমারসেট ও সারের ম্যাচের কোনো আম্পায়ার প্রশ্ন তোলেন, তাহলে সেটা শুধু ইসিবিই জানবে। আমাদের জানানোটা তাদের জন্য বাধ্যতামূলক নয়। সে রকম কিছু হয়ে থাকলে সেটা আমাদের তথা বিসিবির নোটিশে আসার কথা নয়। তবে আমি আবারও বলছি, ইংলিশ কাউন্টির ব্যাপারটা বিসিবিকে না জানানোরই কথা। ফলে, সেখানে তেমন কোনো ঘটনা (সাকিবের সন্দেহজনক বোলিং) ঘটেছে বলে জানি না। এ কারণে সাকিব রিপোর্টেড হয়েছে কি না সেটা বলতে পারছি না। আবার রিপোর্টেড হননি তাও বলতে পারছি না। কারণ আমি জানি না। যদি সত্যিই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারের কোনোরকম কোনো সন্দেহ থাকে, বা প্রশ্নবিদ্ধ মনে করেন, তাহলে ইসিবি এবং সাকিবের ইংলিশ কাউন্টি ক্লাবই শুধু জানবে। কিন্তু এটা যদি ওয়ানডে টেস্ট বা টি-টোয়েন্টিতে হতো, তাহলে বিসিবি জানত।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com