জাতীয় দলে হয়ে সবশেষ গত বছরের সেপ্টেম্বরে খেলেছিলেন ‘ড্যাশিং ওপেনার’ খ্যাত তামিম ইকবাল। এরপর বিশ্বকাপের স্কোয়াডে না থাকায় আর দলে ফেরা হয়নি দেশসেরা এই ওপেনারের। চলতি মাসে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। গুঞ্জন উঠেছে, হয়তো সেই সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন তামিম।
৩ নভেম্বর, রবিবার মিরপুর অনুশীলন শুরু করেছেন তামিম। এদিন পেসার হাসান মাহমুদ এবং স্পিনার তাইজুল ইসলামকেও দেখা গেছে তার সঙ্গে।
মিরপুরের ইনডোর মাঠে ব্যাট হাতে নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত থাকতে দেখা যায় তামিমকে। কোচ সোহেল ইসলামও তামিমের সঙ্গে ছিলেন। বর্তমান সময়ে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন সোহেল।
এদিকে জাতীয় ক্রিকেট লিগ চললেও সেখানে খেলছেন না তামিম। বিপিএল শুরু হতে এখনও প্রায় ২ মাস। তার আগেই তামিমের অনুশীলনে ফেরাতে স্বপ্ন দেখতে শুরু করেছে ক্রিকেট ভক্তরা। অনেকের ধারণা, জাতীয় দলে ফিরতেই অনুশীলন শুরু করেছেন এই ক্রিকেটার।
আগামী ৬ নভেম্বর থেকে মাঠে গড়াবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]