সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এবারের নারী বিশ্বকাপে গ্রুপপর্বও পেরোতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। বিশ্বকাপের পর কিছুদিন বিরতি পেয়েছিলেন ক্রিকেটাররা। তবে চলতি মাসে আবার মাঠে ফিরবেন তারা। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই মাসের শেষের দিকে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড।
৩ নভেম্বর, রবিবার এই সিরিজ দুটির সময়সূচি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিরিজের সব ম্যাচ হবে দিনের আলোয়। এর মধ্যে মিরপুরের হোম অব ক্রিকেটে হবে ওয়ানডে সিরিজ, আর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে সিলেটে।
ওয়ানডে সিরিজ শেষ করে টি-টোয়েন্টির জন্য দুই দল উড়াল দেবে সিলেটে। সেখানে ৫, ৭ এবং ৯ ডিসেম্বর হবে কুড়ি ওভারের সিরিজ। ম্যাচগুলো দুপুর ১২টায় শুরু হবে।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]