ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছে পাকিস্তান দল। উভয় ফরম্যাটে তিনটি করে ম্যাচ খেলবে উভয় দল। ওডিআই ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজের খেলাগুলো।
৪ অক্টোবর, সোমবার প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দুই দল। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়। তবে ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা করেছে পাকিস্তান।
৩ নভেম্বর, রোববার এক বিবৃতিতে মেলবোর্নে প্রথম ওয়ানডে খেলতে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। একাদশে রাখা হয়নি কোনও বিশেষজ্ঞ স্পিনার। পেসার রয়েছেন ৪জন। এই ম্যাচ দিয়েই ফিরছেন বাবর আজম, শাহীন আফ্রিদি ও নাসিম শাহ।
এ ছাড়াও এই ম্যাচ দিয়ে অধিনায়কত্বের নতুন অধ্যায় শুরু করবেন মোহাম্মদ রিজওয়ান। সম্প্রতি এই উইকেটরক্ষক ব্যাটারকে ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে পিসিবি। আর সহ-অধিনায়ক হিসেবে থাকবেন আগা সালমান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের প্রথম ওয়ানডের একাদশ:
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, কামরান গুলাম, আগা সালমান (সহ অধিনায়ক), মোহাম্মদ ইরফান খান, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও নাসিম শাহ।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]