
ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ সিরিজের শুরুটা দাপুটে করেছিল বাংলাদেশের মেয়েদের। এবার সেই জয়ের ধারা রাখল ধরে। এতে সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকেও হারাল স্বাগতিকরা। ১৩৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে পাকিস্তানকে ১০০ রানেই থামায় সুমাইয়া আক্তারের দল। এতে ৩৬ রানের জয়ে তালিকার সবার ওপরে নিজেদের জায়গা শক্ত করলো বাংলাদেশ।
২৭ জানুয়ারি, শনিবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে টসে জিতেন বাংলাদেশ নারী যুবা দলের অধিনায়ক সুমাইয়া আক্তার। তবে আগের দিনের বোলিংয়ের বদলে এবার আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।
এতে নির্বারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে বাংলাদেশ। ২৪ বলে ৪ চারে ৩২ রান করেন অধিনায়ক সুমাইয়া। এছাড়াও অরবিন তনি করেন ৩১ এবং সুমাইয়া আক্তার সুবর্ণা করেন ২৪ রান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন আনোশা নাসির।
চ্যালেঞ্জিং সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালো পেয়েছিল পাকিস্তান। ওপেনিং জুটি থেকে তারা পায় ৫১ রান। তবে আসিমা ইরার বোলিং নৈপুণ্যে সেই শুরু আর ধরে রাখতে পারেনি দলটি। ৬৯ থেকে ৭৫ এই ৬ রানেই ৪ চার হারিয়ে বসে মাহনুর আফতাবের দল। এবং সেখানেই জয়ের স্বপ্ন ভাগে পাকিস্তানের। বাকি ব্যাটাররা কেবল কমিয়েছেন হারের ব্যবধান। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রানে থেমেছে দলটি। সর্বোচ্চ ৩৯ রান করেন ফাতিমা। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন ইরা।
আগামীকাল ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একই মাঠে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
বাংলাদেশ: ১৩৬/৪ (২০ ওভার); (সুমাইয়া ৩২, তনি ৩১; আনোশা ২/২২)
পাকিস্তান: ১০০/৭ (২০ ওভার); (ফাতিমা ৩৯, সামিয়া ২৫; ইরা ২/১২)
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]