
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে আয়ারল্যান্ডকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশি যুবারা। এই জয়ে যুব বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ।
২২ জানুয়ারি, সোমবার টস জিতে আগে আইরিশদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। শুরুতে বাংলাদেশের বোলাররা তাদের চেপে ধরলেও কিয়ান হিলটনের ৯০ রানের ইনিংসে ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৫ রান স্কোরবোর্ডে জমা করে আয়ারল্যান্ড। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট পান মারুফ মৃধা এবং শেখ পারভেজ জীবন।
জবাবে খেলতে নেমে ৪৬ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। যেখানে হাফ সেঞ্চুরি পেয়েছেন মোহাম্মদ শিহাব জেমস। আইরিশদের হয়ে ৪১ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেছেন স্কট ম্যকবাথ।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]