মহান বিজয় দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় (বালক-বালিকা) কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
৯ ডিসেম্বর, শনিবার সকালে স্থানীয় লোকনাথ টেংকের পার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) সোনাহর আলী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আবুল কাশেম প্রমুখ।
উদ্বোধনী খেলায় সদর উপজেলা বালক ও বালিকা দল আখাউড়া উপজেলার বালক ও বালিকা দলকে পরাজিত করে।
জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা পুলিশের আয়োজিত টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা থেকে ২টি করে মোট ২০টি দল অংশগ্রহণ করছে। এর মধ্যে প্রতি উপজেলা থেকে ১টি বালক দল ও ১টি করে বালিকা দল রয়েছে। আগামী ১৬ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বিবার্তা/নিয়ামুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]