
ব্যাটিংয়ে চ্যালেঞ্জের লক্ষ্য এনে দিয়েছিলেন মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা জ্যোতিরা। বোলিংয়ে বাকিটা শেষ করলেন স্বর্ণা আক্তার। একাই পাঁচ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং গুঁড়িয়ে দিলেন এ লেগ স্পিনার। তার ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক টি-টোয়েন্টি জিতেছে জ্যোতির দল। সব মিলিয়ে প্রতিপক্ষের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। ১১ বছর পর দক্ষিণ আফ্রিকাকে হারানোর কৃতিত্ব গড়েছেন তারা।
৩ ডিসেম্বর, রবিবার বেনোনীতে আগে ব্যাটিং করে মাত্র দুই উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৪৯ রান যোগ করে বাংলাদেশ। রান তাড়ায় প্রথম ১৫ ওভার টাইগ্রেসদের সমানে সমান লড়েছিল প্রোটিয়ারা। তবে শেষের দিকে স্বর্ণার স্পিন ঘূর্ণিতে দিশাহারা হয়ে ১৩ রানে হেরে যায় তারা। তিন ম্যাচের সিরিজ ১-০ এগিয়ে গেল টাইগ্রেসরা।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]