
টানা পাঁচ জয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে গেছে নাবিমিয়া। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে মঙ্গলবার (২৮ নভেম্বর) তানজানিয়াকে ৫৮ রানে হারিয়েছে নামিবিয়ানরা। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপে জায়গা করে নিল দলটি।
আফ্রিকা অঞ্চল থেকে চূড়ান্ত পর্বে যাবে আর মাত্র একটি দল। সেই লড়াইয়ে রয়েছে উগান্ডা, কেনিয়া, নাইজেরিয়া ও জিম্বাবুয়ে। তবে জিম্বাবুয়ে ও নাইজেরিয়াকে শুধু নিজেদের ম্যাচে জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে বাকি ম্যাচগুলোর ফলাফলের দিকেও।
এ নিয়ে টানা তৃতীয়বারের মতো সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেট বিশ্বকাপে জায়গা করে নিল নামিবিয়া। ২০২১ বিশ্বকাপের গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে থেকে সুপার ১২-এ উঠেছিল তারা। তবে ২০২২ আসরে তাদের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়।
বিশ্বকাপের মূল পর্বে পৌঁছাতে জিম্বাবুয়ে, উগান্ডা, রুয়ান্ডা, কেনিয়া ও তানজানিয়াকে হারিয়েছে নামিবিয়া।
সর্বশেষ ম্যাচে তানজানিয়াকে ১৫৭ রানের লক্ষ্য দেয় নামিবিয়া। জবাবে ৬ উইকেটে ৯৯ রান করে দলটি। এতে ৫৮ রানে জয় পায় নামিবিয়া।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]