শিরোনাম
নাফিসের দল ছাড়াকে অপেশাদারিত্ব বলছেন সাকিব
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৪
নাফিসের দল ছাড়াকে অপেশাদারিত্ব বলছেন সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

২৬ সেপ্টেম্বর সকালেও লজিস্টিক ম্যানেজার হিসেবে জাতীয় দলের সঙ্গে ছিলেন নাফিস ইকবাল। সেদিন নিউজিল্যান্ড সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নেমেছিল সাকিব আল হাসানের দল। মিরপুরে সেই ম্যাচ চলাকালেই ড্রেসিংরুম ছেড়ে বাসায় চলে যান নাফিস। এ ঘটনাকে অপেশাদারিত্ব বলছেন সাকিব।


গতকাল দেশের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে সাকিব বলেন, ‘আমি জানি না সত্যিই চলে গেছেন কি না। আসলেই যদি খেলার মাঝখান থেকে চলে যান, তাহলে খুবই আনপ্রফেশনাল। ওনার (নাফিস) দিক থেকেও, বিসিবির দিক থেকেও। আমি তো ভাবতেই পারি না একজন ম্যাচ ছেড়ে চলে যাচ্ছে। যে কারও ক্ষেত্রেই। বিসিবি যে একটা ভুল ডিসিশন নিয়েছে, এটা তার বড় প্রমাণ।’


সাকিবের এমন মন্তব্যের পর অবশ্য দল ছাড়ার কারণ ব্যাখা করেছেন নাফিস। মূলত বিশ্বকাপ দলের সঙ্গে ভারত সফরের পরিকল্পনায় না রাখার কারণেই দল ছেড়ে চলে যান নাফিস। তার এ ঘটনার সঙ্গে তামিম ইকবালের সাম্প্রতিক ঘটনার কোনো মিল নেই বা যোগসূত্র নেই বলে জানিয়েছেন তিনি।


নাফিস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলাকালে জাতীয় দল ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত আমি আবেগের বশে নেইনি। ২৬ সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডের দিন সকালে আমি জানতে পারি, আমি বিশ্বকাপ দলের সঙ্গে যাচ্ছি না। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও একই ঘটনা ঘটেছিল। আমিও একজন মানুষ, অন্যদের মতো আমারও আবেগ আছে।'


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com