
ভারত বিশ্বকাপের জন্য চমক রেখেই দল ঘোষণা করল শ্রীলঙ্কা। ফর্মহীনতায় অধিনায়কত্বে ছেড়েছিলেন দাসুন শানাকা আর ইঞ্জুরির কারণে বিশ্বকাপে অনিশ্চিত ওয়ানিন্দু হাসারাঙা। তবে সেই শানাকার নেতৃত্বেই ভারতের বিমানে চড়বে শ্রীলঙ্কা, স্কোয়াডে রাখা হয়েছে হাসারাঙ্গাকেও।
সব আলো ছিল ওয়ানিন্দু হাসারাঙ্গার দিকে। সাদা বলের ক্রিকেটে বর্তমানে লঙ্কানদের সবচেয়ে বড় ভরসার নাম তিনিই। তবে বেশ অনেকটা সময় ধরেই জাতীয় দলের জার্সিতে নেই তিনি। লঙ্কান প্রিমিয়ার লিগে ব্যাটে বলে দারুণ সময় পার করলেও ফাইনালে তাকে মাঠে দেখা যায়নি। বিশ্বকাপে খেলবেন, এমন নিশ্চয়তাও ছিল না।
তবে এসবের পরেও অলরাউন্ডার হাসারাঙ্গাকে রেখেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। এমনকি আরেক বিতর্কিত ইস্যুতেও শক্ত অবস্থানেই ছিল বোর্ড কর্তারা। নিয়মিত অধিনায়ক দাসুন শানাকাকে বিশ্বকাপে অধিনায়ক করা হবে কিনা সেই নিয়ে বিতর্ক উঠেছিল। তাতেও অন্যকিছু হতে দেয়নি তারা। শানাকাই থাকছেন অধিনায়ক হিসেবে।
ঘোষিত দলে আছেন ইনজুরির জন্য বিশ্বকাপ মিস করা পেসার লাহিরু কুমারাও। তবে আরেক নির্ভরযোগ্য পেসার দুশমান্থ চামিরাকে রাখা হয়নি। এছাড়া এশিয়া কাপের বাকি সবাইকে নিয়েই ভারতে যাচ্ছে '৯৬ এর বিশ্বকাপজয়ীরা।
এদিকে সাকিব-তামিম বিরোধ আবারো প্রকাশ্যে। ২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার বিশ্বকাপের দল ঘোঘণা করার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো প্রেস ব্রিফিংয়ে আসেনি বিসিবি। তার কারণ সকলের জানা। তামিমের শর্ত তিনি খেলবেন ৫ ম্যাচ, আর আনফিট খেলোয়াড় নিয়ে ভারত যেতে সাকিবের আপত্তি। সাকিব-তামিম দ্বন্দ্ব মেটাতে ফের মাশরাফির দ্বারস্থ হলেন হলো বিসিবি বস নাজমুল হাসান পাপন।
সন্ধ্যার কিছু সময় পরই বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা এবং জার্সি উন্মোচন করার কথা থাকলেও জানা গেছে যথাসময়ে হচ্ছে না কিছুই। বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের শেষেই চমক নিয়ে ফিরবেন বিসিবি সভাপতি, ঘোষণা করা হবে স্কোয়াড, উন্মোচিত হবে বিশ্বকাপ জার্সি।
বিবার্তা/পুলক/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]