শিরোনাম
এবারের বিপিএলে দল পাননি যারা
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪২
এবারের বিপিএলে দল পাননি যারা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

একসময়ের জাতীয় দলের তারকা খেলোয়াড় সাব্বির রহমান, সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান আশরাফুল, সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এরা কেওই বিপিএলের ১০ম আসরে দল পাননি।


২৪ সেপ্টেম্বর, রবিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ড্রাফট অনুষ্ঠিত হয়। ছয়টি ফ্র্যাঞ্চাইজি এই ড্রাফটে অংশগ্রহণ করে। ফ্র্যাঞ্চাইজিগুলো হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, দুর্দান্ত ঢাকা, খুলনা বরিশাল ও সিলেট সিক্সার্স।


৭ ক্যাটাগরিতে বিপিএলের ড্রাফটে ২০৩ দেশি ক্রিকেটারের নাম ছিল। সাব্বির-মুমিনুলরা ড্রাফটে থাকলেও তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হবে বিপিএলের এবারের আসর।


দল পাননি যারাঃ
মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমান, মুক্তার আলী, সোহাগ গাজী, মুমিনুল হক, রুয়েল মিয়া, আবু জায়েদ রাহী, এনামুল জুনিয়র, অলক কাপালি, জুনায়েদ সিদ্দিকি, জহুরুল ইসলাম অমি, শফিউল ইসলাম, মেহেদী হাসান রানা, শামসুর রহমান শুভ, সানজামুল হক, সাদমান ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, জুবায়ের হোসেন লিখন, মুনিম শাহরিয়ার।


বিবার্তা/পুলক/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com