
কাতার বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ সূচনা করেছে ব্রাজিল। প্রথম ম্যাচে বলিভিয়াকে ঘরের মাঠে ৫-১ গোলে ধসিয়ে দেয়ার পর পেরুর মাঠে গিয়ে তাদের ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।
২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা বাছাইপর্বে শেষে অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে পরের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী মাসের ১৩ ও ১৮ তারিখ ঘরের মাঠে ভেনেজুয়েলা ও পরে উরুগুয়েতে খেলতে যাবেন নেইমাররা।
চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচের দলে ডাক পেলেও শেষ পর্যন্ত খেলা হয়নি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের। তবে এবার ফিট হিসেবেই দলে ডাক পেয়েছেন। আগেরবার দলে ডাক পেলেও নারী নির্যাতনের অভিযোগে দল থেকে বাদ পড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের আন্তোন। এবার আর দলেই জায়গা হয়নি তার।
বাছাইপর্বের চলতি মাসের দুই ম্যাচের দলে আন্তোনির বদলি হিসেবে শেষ মুহূর্তে যোগ দিয়েছিলেন আর্সেনাল স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। তাকেও রাখা হয়েছে স্কোয়াডে।
ওদিকে ফর্ম হাতড়ে বেড়ানো টটেনহ্যাম ফরোয়ার্ড রিশার্লিসনকেও স্কোয়াডে রেখেছেন দিনিস। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচে পারফর্ম করতে পারেননি রিশার্লিসন, তবে প্রিমিয়ার লিগে টটেনহ্যামের সর্বশেষ ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করে এবং করিয়ে দলকে ৩ পয়েন্ট এনে দিয়েছেন।
ব্রাজিলের বিশ্বকাপ বাছাই স্কোয়াড
গোলকিপার:
আলিসন (লিভারপুল), এদারসন (ম্যানচেস্টার সিটি), লুকাস পেরি (বোতাফোগো)।
ডিফেন্ডার:
দানিলো (জুভেন্টাস), ভান্দারসন (মোনাকো), রেনান লোদি (মার্শেই), কাইয়ো হেনরিক (মোনাকো), গাব্রিয়েল মাগালায়েস (আর্সেনাল), মার্কিনিওস (পিএসজি), নিনো (ফ্লুমিনেন্স), ব্রেমার (জুভেন্টাস)।
মিডফিল্ডার:
ব্রুনো গিমারেস (নিউক্যাসল), গারসন (ফ্লুমিঙ্গো), আন্দ্রে (ফ্লুমিনেন্স), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস)
ফরোয়ার্ড:
নেইমার (আল হিলাল), রিশার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), মাতিউস কুনিয়া (উলভারহ্যাম্পটন), গাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রাফিনিয়া (বার্সেলোনা)।
বিবার্তা/পুলক/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]