শিরোনাম
বিশাল জয়ে সিরিজে ফিরল শ্রীলঙ্কা
প্রকাশ : ০৫ জুন ২০২৩, ০০:০১
বিশাল জয়ে সিরিজে ফিরল শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ওয়ানডে হারের পর দ্বিতীয় ম্যাচে দাপট দেখাল শ্রীলঙ্কা। নিজেরা তিনশ’র উপরে রান তুলে আফগানদের দুইশ’ রানের মধ্যে অলআউট করেছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।


তুলে নিয়েছে ১৩২ রানের বিশাল জয়। ওই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরেছে স্বাগতিক শ্রীলঙ্কা। রানের হিসাবেও ওয়ানডেতে আফগানদের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে।


রোববার হাম্বানতোতায় টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩২৩ রান তোলে শ্রীলঙ্কা। দলটির প্রায় সব ব্যাটারই রান পেয়েছেন। এর মধ্যে কুশল মেন্ডিস ৭৫ বলে সর্বোচ্চ ৭৮ রান করেন। ওপেনার পাথুন নিশাঙ্কা ৪৩ ও করুনারত্নে ৫২ রানের ইনিংস খেলেন। তারা ওপেনিং জুটিতে ৮২ রান যোগ করেন।


চারে নামা সামারাবিক্রমা ৪৬ বলে ৪৪ রান করেন। ছয়ে নেমে ধনাঞ্জয়া ডি সিলভা ২৪ বলে ২৯, পরে শানাকা ১৩ বলে ২৩ ও হাসারাঙ্গা ১২ বলে চারটি চার ও এক ছক্কায় ২৯ রান করেন।


জবাব দিতে নেমে ৪২.১ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ইব্রাহিম জাদরান ও হাসমতুল্লাহ শাহেদি ফিফটি করেন। তবে অন্যরা ব্যর্থ হন। ৪৫ রানে শেষ ৮ উইকেট হারায় সফরকারীরা। এর মধ্যে দুই স্পিনার হাসারাঙ্গা ও ধনঞ্জয়া তিনটি করে উইকেট দখল করে ধস নামাতে মূল ভূমিকা রাখেন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com