
টানা তিন ম্যাচ জিতে এখন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল। হার দিয়ে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ শুরু করেছিল ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। তবে সেটাই শেষ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি নেইমার-ভিনিসিয়ুস উত্তরসূরিদের।
নিজেদের প্রথম ম্যাচে ইতালির কাছে ৩-২ গোলে হারের পর গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কা ছিল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। তবে দ্বিতীয় ম্যাচে ডমিনিকা রিপাবলিকের জালে গুনে গুনে ৬-০ গোল দিয়ে আশা বাঁচিয়ে রাখে সেলেসাওরা। এরপর নাইজেরিয়াকে ২-০ গোলে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলো নিশ্চিত করে তারা।
সর্বশেষ শেষ ষোলোয় লড়াইয়ে তিউনিসিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আন্দ্রে সান্তোসরা। অন্যদিকে, ফেবারিট হিসেবে খেলতে নেমে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে স্বাগতিক আর্জেন্টিনা। গ্রুপপর্বে টানা তিন জয়ের পর সর্বশেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ছন্দ ধরে রাখতে পারেনি জুনিয়র আলবিসেলেস্তেরা।
এদিকে, কোয়ার্টার ফাইনালে সেলেসাও যুবারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইসরায়েলকে। যাদের ভিসা দেয়া নিয়ে গড়িমসি করায় ইন্দোনেশিয়া থেকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ সরিয়ে আর্জেন্টিনায় নিয়ে আসা হয়।
আগামীকাল (শনিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় আর্জেন্টিনার এস্তাদিও সান জুয়ানে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বিবার্তা/সউদ/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]