২৬ জনের ক্যাম্পেও নেই মাহমুদউল্লাহ
প্রকাশ : ২৯ মে ২০২৩, ১৫:৫৩
২৬ জনের ক্যাম্পেও নেই মাহমুদউল্লাহ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আয়ারল্যান্ডের বিপক্ষে হোম বা অ্যাওয়ে সিরিজের কোনটাতেই ছিলেন না বিখ্যাত পঞ্চপান্ডবের একজন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে এ ব্যাটার অন্তত বিশ্বকাপের ভাবনায় থাকছেন এমনটাই ইঙ্গিত দিচ্ছিলেন, টিম ম্যানেজমেন্ট ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এবার দেখা মিলল ভিন্ন বাস্তবতার।


হোম ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ সামনে রেখে শুরু হয়েছে প্রি-সিরিজ ক্যাম্প। এ ক্যাম্পের ২৬ সদস্যেও সুযোগ মিলেনি রিয়াদের।


সোমবার (২৯ মে) মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আফগান সিরিজের একমাত্র টেস্ট সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অনুশীলন ক্যাম্পে বাংলাদেশ দলকে পরিচালনা করছেন, সহকারী কোচ নিক পোথাস।


দলের ম্যানেজার নাফীস ইকবাল জানালেন, ‘এ’ দলের সঙ্গে থাকা পাঁচ ক্রিকেটার বাদ দিলে বাকি সবাই আছেন এখানে।


লাল ও সাদা বল মিলিয়ে রশিদ-নবিদের বিপক্ষে সম্ভাব্য তালিকার ক্রিকেটারদের এই ক্যাম্পে ডাকা হয়েছে। জাতীয় দল থেকে বাদ পড়া আফিফ হোসেন ধ্রুবও এ ক্যাম্পে আছেন। তবে দেশে থাকলেও ডাকা হয়নি মাহমুদউল্লাহকে।


এ প্রসঙ্গে নাফীসের দাবি, না (স্কোয়াডে নেই), থাকলে তো দেখতেন।


এর ফলে, টাইগারদের ওয়ানডে কাপ্তান তামিম ও বিসিবি বস নাজমুল হাসান পাপনের সবশেষ প্রতিক্রিয়ায় যেই আশা দেখিয়েছিল, মাহমুদউল্লাহ ভক্তরা যে বিশ্বকাপ দলে সাত নম্বরের বিবেচনায় থাকবেন অভিজ্ঞ এ ক্রিকেটার। কিন্তু আফগানদের বিপক্ষে ২৬ সদস্যে তাকে না রাখায়; বিশ্বকাপে তার সুযোগের যেটুকু সম্ভাবনা ছিল, তা আপাতত মিলিয়েই গেল।


বিবার্তা/নিলয়

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com