
আগামী ১৪ জুন শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট। ম্যাচটি সামনে রেখে আগামীকাল সোমবার (২৯ মে) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের ক্যাম্প। যদিও শুরুর দিন থাকছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে-সহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার।
তবে প্রধান কোচ হাথুরুসিংহ না থাকায় টাইগারদের দায়িত্ব সামাল দেবেন সহকারী কোচ নিক পোথাস। এছাড়া ক্যাম্পের প্রথম দিন কোচিং প্যানেলের আরও কয়েকজন থাকছেন। এর মধ্যে পাওয়া যাবে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও ট্রেনার নিক লিকেও। এদিকে রোববার ( ২৮ মে) বাংলাদেশে আসার কথা পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের। এরপর আগামী ৩ জুন ঢাকা আসবেন হাথুরুসিংহে।
আসন্ন এই প্রাথমিক ক্যাম্পের জন্য ২৫ সদস্যকে রাখা হবে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে আজই ঘোষণা হবে সেই ক্রিকেটারদের নাম। এদিকে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে সিলেটে আগামীকাল শুরু হচ্ছে তৃতীয় ও শেষ চার দিনের ম্যাচ। যে কারণে থাকবেন না মুমিনুল হক-শরীফুল ইসলামরা।
আফগানদের বিপক্ষে টেস্টে অধিনায়ক হিসেবে থাকবেন লিটন দাস। কেননা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে লিটনই সামলাবেন দায়িত্ব এমনটাই আভাস দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেক্ষেত্রে উইকেটের পেছনে দায়িত্ব পালনের জন্য স্কোয়াডে ফিরতে পারেন নুরুল হাসান সোহান।
বিবার্তা/ সউদ/নিলয়
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]