
উড়ছে তাসকিন আহমেদ। তার করা চতুর্থ ওভারের প্রথম চার বলে ৩ উইকেট হারায় আয়ারল্যান্ড। হাসান মাহমুদের ইয়র্কারে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রস এডেয়ার। টানা তিন বলে ডটের পর ইয়র্কার দেন হাসান। তার বলে স্টাম্প উপড়ে যায় এডেয়ারের।
৪৮ বলে ১০৪ রানের টার্গেট তাড়ায় আয়ারল্যান্ড প্রথম উইকেট হারায় ২.৩ ওভারে দলীয় ৩২ রানে।
এর আগে বৃষ্টির কারণে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পেল আয়ারল্যান্ড ক্রিকেট দল। আবহাওয়া অনুকূলে থাকলে ৫টা ৪০ মিনিটে দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার কথা।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রানের রেকর্ড গড়ার সম্ভাবনা ছিল বাংলাদেশ দলের। কিন্তু বৃষ্টির কারণে সেই সম্ভাবনা ভেস্তে যায়।
১৯.২ ওভারে বৃষ্টি শুরুর আগে বাংলাদেশ করে ৫ উইকেটে ২০৭ রান। শেষ ৪ বলে আর মাত্র ৯ রান করলেই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড হতো।
এর আগে ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে ২১৫ রান করে বাংলাদেশ।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। উদ্বোধনী জুটিতে মাত্র ৪৩ বল মোকাবেলা করে ৯১ রানের জুটি গড়েন লিটন-রনি তালুকদার।
বিবার্তা/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]