
ওয়ানডে মিশন শেষে এবার আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য টাইগারদের। সোমবার (২৭ মার্চ) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়।
এর আগে আজ রবিবার অবশ্য অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে দুই দলই। তবে অনুশীলনে ছিলেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসান এবং দলের ওপেনার লিটন দাস।
অবশ্য এ দিন গণমাধ্যমে কথা বলেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে হাথুরুর সোজা উত্তর, ‘কী হবে সেটা নিয়ে ভাবছি না। সেভাবেই খেলতে চাই, যেটা সবচেয়ে ভালো পারব। আমার মনে হয়, যখন আমরা এমন আক্রমণাত্মক খেলব আর স্বাধীনতা নিয়ে খেলতে পারব, এই দল সবসময় ভালো করবে।’
এদিকে আয়ারল্যান্ডের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন দলটির প্রধান কোচ আইনরিখ মালান। ওয়ানডে সিরিজ হারলেও আইরিশ কোচ জানিয়ে রাখলেন টি-টোয়েন্টি সিরিজ হবে চ্যালেঞ্জের। যদিও এর আগে দলটির অলরাউন্ডার রস অ্যাডায়ার বলেছিলেন, বাংলাদেশকে ভয় পায় না তারা। তবে কোচ মালানের মুখে শোনা গেল চ্যালেঞ্জের বাণী।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]