
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ইউনিভার্স বস হিসেবে খ্যাত ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইল। জাতীয় দলে সাবেক হয়ে যাওয়া এই মহা তারকা ক্রিকেটারের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন জনসন চার্লস।
২৬ মার্চ, রবিবার দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ।
বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে ৬৬ বলে ১৩২ রানের টার্গেট তাড়ায় ৩ বল হাতে রেখে ৩ উইকেটে জয় পায় ক্যারিবীয়রা। আজ দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং তাণ্ডব চালিয়ে মাত্র ৩৯ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েন জনসন চার্লস।
ক্যারিবীয় কোনো ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে এটাই দ্রুততম সেঞ্চুরি। এর ২০১৬ সালে ভারতের মুম্বাইয়ে ইংল্যান্ডে বিপেক্ষ ৪৭ বলে সেঞ্চুরির করেন ক্রিস গেইল। এতদিন তার সেঞ্চুরিটিই ওয়েস্ট ইন্ডিজের দ্রুততম সেঞ্চুরি ছিল।
তবে টি-টোয়েন্টিতে ৩৫ বলে সেঞ্চুরির রেকড রয়েছে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ডেডিভ মিলারের। তিনি ২০১৭ সালের ২৯ অক্টোবর ঘরের মাঠে বাংলাদেশ দলের বিপক্ষে এই রেকর্ড গড়েন।
বিবার্তা/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]