হাসানের বিধ্বংসী বোলিংয়ে ১০১ রানেই শেষ আয়ারল্যান্ড
প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ১৬:৫৩
হাসানের বিধ্বংসী বোলিংয়ে ১০১ রানেই শেষ আয়ারল্যান্ড
প্রিন্ট অ-অ+

বৃহ্স্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে বাংলাদেশের সামনে ১০২ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারের মধ্যে ২৮ ওভার ব্যাট করে অলআউট হয়ে এই রান করে আয়ারল্যান্ড। একাই পাঁচ উইকেট নিয়েছেন পেসার হাসান মাহমুদ।


২৬ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া দলটি এরপর ৬৮ রানে পরপর দুই বলে হারায় ২ উইকেট।


২২ ওভারে তাসকিন আহমেদের করা প্রথম বলে নাসুম আহমেদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অ্যান্ডি ম্যাকবিরনি। সেই ওভারের তৃতীয় বলে দলীয় ৭৯ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরেন মার্ক অ্যাডিয়ার।


২৬.২ ওভারে হাসান মাহমুদের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার ঠিক কাছাকাছি তাসকিন আহমেদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন কার্টিস ক্যাম্পার। তার বিদায়ে ৯৬ রানে নবম উইকেট হারায় আরায়ারল্যান্ড। দশম ব্যাটসম্যান হিসেবে গ্রাহাম হিউমের বিদায়ে ২৮.১ ওভারে ১০১ রানে অলআউট আইরিশরা।


বাংলাদেশ দলের হয়ে হাসান মাহমুদ ৮.১ ওভারে ৩২ রানে ৫ উইকেট শিকার করেন। ১০ ওভারে মাত্র ২৬ রানে ৩ উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। ৬ ওভারে ২৯ রানে ২ উইকেট নেন পেসার এবাদত হোসেন।


প্রসঙ্গত, শনিবার সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৩৮ রান করে ১৮৩ রানের রেকর্ড জয় পায় বাংলাদেশ। সোমবার দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকুর রহিমের ৬০ বলের ঝড়ো সেঞ্চুরিতে আগের ম্যাচের রেকর্ড ভেঙে ৩৪৯ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। কিন্তু সেদিন বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়।


আজ বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে সিলেটের সেই একই ভেন্যুতে মুখোমুখি দুই দল। আয়ারল্যান্ডকে ১০১ রানে অলআউট করে সিরিজ জয়ের স্বপ্ন দেখেছে টাইগাররা।


বিবার্তা/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com