
আর্জেন্টিনার জালে গুনে গুনে ১৩ গোল দিয়েছে ব্রাজিল। সেটা আবার কোপা আমেরিকার ফাইনালে। গোল খেয়েছে সেলেসাওরাও। তবে তাদের জালে আলবিসেলেস্তেরা দিয়েছে ৫ গোল।
গোল উৎসবের ম্যাচে আর্জেন্টিনাকে নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেছে নেইমারের দেশ। লিওনেল মেসির দেশকে ১৩-৫ গোলে বিধ্বস্ত করে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে পেলের ব্রাজিল।
এই ব্রাজিল-আর্জেন্টিনা কিন্তু নেইমার-মেসির দল নয়। খেলাটিও আসল কোপা আমেরিকার নয়। কনমেবল বিচ সকার কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
স্বাগতিক আর্জেন্টিনার জালে ফিলিপের দুই, জে লুকাস, এডসন হাল্ক ও জর্ডানের একটি করে গোল দিলে প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।
বিরতির পর আরও বিধ্বংসী হয়ে ওঠে ব্রাজিল। আট গোল খেয়ে দিশেহারা হয়ে পড়ে আর্জেন্টিনা। আকাশি-নীল জার্সিধারীদের হয়ে সান্ত্বনার গোল করেন পোমার, রিভাদেনেইরা, মেদেরো ও ডি সোসা।
বিবার্তা/এনএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]