
প্রথম ৩৬ বলের ২৯টিই ডট। ইনিংসের প্রথম বাউন্ডারি আসে পঞ্চম ওভারে। তামিমের জন্মদিন ‘নিরামিষ’ করে দিল রানআউট। অধিনায়ক তামিম ইকবালের ৩৪তম জন্মদিন আজ। আর এমন দিনেই আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রানআউটের ফাঁদে পড়লেন এই বাঁহাতি ব্যাটার।
আগের ম্যাচেই ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। তবে সিরিজ নিশ্চিতের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। অবশ্য সাবধানী শুরুর পরও দুর্ভাগ্যজনক রানআউটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে গেছেন তামিম ইকবাল।
তবে শেষ পর্যন্ত রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তামিমকে। জন্মদিনে নিজের রানের খাতায় ২৩ রান যুক্ত করতে পেরেছিলেন দেশ সেরা এই ওপেনার। খেলেছেন ৩১ বল। বাউন্ডারি এসেছে চারটি। রান আউট হলেও প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম। ক্রিকেট ইতিহাসে ৪০তম খেলোয়াড় হিসেবে এই রেকর্ড গড়েন তিনি।
প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৬৮ রান। লিটন ২৯ ও শান্ত ১৩ রানে ব্যাট করছে।
বাংলাদেশের একাদশে আজ এক পরিবর্তন এসেছে। মুস্তাফিজের জায়গায় একাদশে সুযোগ পেলেন হাসান মাহমুদ। আয়ারল্যান্ডের একাদশেও এক পরিবর্তন এসেছে। গ্যারেথ ডেলানির পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন অভিষিক্ত ম্যাথু হামফ্রেস।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, ইয়াসির আলি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ।
আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, ম্যাথু হামফ্রেস, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার।
বিবার্তা/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]