
অভিষিক্ত হৃদয় আইরিশদের বিপক্ষে ওডিআইয়ে নিজের প্রথম ম্যাচে করলেন হাফ সেঞ্চুরি। ৫৫ বলে তৌহিদ হৃদয় করেছেন ৫০ রান। এখনও মাঠে আছেন হৃদয়। সর্বশেষ বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয়েছিল তৌহিদ হৃদয়ের।
এবার তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে একাদশেও জায়গা পেয়েছেন। বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে জার্সিতে হৃদয় ১৪০তম ক্রিকেটার। এই সংস্করণে গত বছরের আগস্টে সর্বশেষ ইবাদত হোসেনের অভিষেক হয়েছিল।
অভিষিক্ত হৃদয় সদ্য সমাপ্ত বিপিএলে সিলেট স্টাইকার্সের হয়ে খেলেছিলেন। সেখানে তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয়। ১৩ ম্যাচের ১২ ইনিংসে ব্যাট করে ৩৬ দশমিক ৬৩ গড়ে ৪০৩ রান করেছেন তৌহিদ হৃদয়। ফরম্যাটের সঙ্গে মিল রেখে তার স্ট্রাইকরেটও (১৪০ দশমিক ৪১) ছিল বেশ ইতিবাচক। এর আগে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের হয়ে ২০২০ বিশ্বকাপ জয়ের একাদশে ছিলেন হৃদয়। এরপরই তিনি জাতীয় দলের এইচপি দলের হয়ে খেলার সুযোগ পান।
বিবার্তা/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]