খাজার সেঞ্চুরিতে প্রথম দিনে ভালো অবস্থানে অস্ট্রেলিয়া
প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ০০:৩৬
খাজার সেঞ্চুরিতে প্রথম দিনে ভালো অবস্থানে অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের বিপক্ষে শেষ টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে অজিদের সংগ্রহ ৪ উইকেটে ২৫৫। ১০৪ রানে অপরাজিত রয়েছেন উসমান খাজা ও ক্যামেরন গ্রিন আছেন ৪৯ রানে।


চতুর্থ টেস্টে বৃহস্পতিবার (৯ মার্চ) টস জিতে অস্ট্রেলিয়া ব্যাট নেয়। ওপেন করতে নামেন ট্রেভিস হেড ও খাজা। ওপেনিং জুটিতে দু’জনে ৬১ রান তোলেন। হেডকে ব্যক্তিগত ৩২ রানে ফেরান অশ্বিন। লাবুশানকে ৩ রানে আউট করেন শামি। ৭২ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া।


কিন্তু উসমান খাজা ও স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়ার ইনিংস গোছানোর কাজ শুরু করেন। স্মিথ যখন ফেরেন তখন অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ১৫১ রান। ৭৯ রানের জুটি গড়েন তারা। পিটার হ্যান্ডসকম্বও বড় রান পাননি। মাত্র ১৭ রানে ফেরেন তিনি। স্কোর বোর্ডে তখন অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ১৭০।


এই সময় থেকে ইনিংস গড়ার কাজ আবার শুরু করেন ক্যামেরন গ্রিন ও উসমান খাজা। প্রথম দিনের খেলা শেষ হওয়ার কিছু আগে খাজা সেঞ্চুরি পূর্ণ করেন। তাকে যোগ্য সঙ্গ দেন গ্রিনও।


ভারতীয় বোলারদের মধ্যে মহম্মদ শামি দুটি উইকেট নেন। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নেন।


উল্লেখ্য, চার ম্যাচ টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com