শিরোনাম
বাংলাদেশকে উন্নয়ন তহবিলের অর্থ বরাদ্দ দেওয়া বন্ধ করে দিল ফিফা
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫০
বাংলাদেশকে উন্নয়ন তহবিলের অর্থ বরাদ্দ দেওয়া বন্ধ করে দিল ফিফা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাবেক কোচ জেমি ডে'র পারিশ্রমিক এখনো বুঝিয়ে না দেয়ায় বন্ধ হয়ে গেলো বাংলাদেশে ফিফার ডেভেলপমেন্ট খাতের অর্থ বরাদ্দ। ২৭ ডিসেম্বর পাওনা বুঝিয়ে দেয়ার ডেডলাইন থাকলেও পেরিয়েছে দেড় মাস। প্রতিদিন বাড়ছে জরিমানার পরিমাণ। অর্থ সঙ্কটের কথা স্বীকার করেছে বাফুফে। ব্যাংক ঋণ নিয়ে সঙ্কট কাটানোর কথা বলেছেন ফিন্যান্স কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী।


আগেও ফিফা কাঠগড়ায় পড়েছিল বাফুফে। এবার পড়েছে বাংলাদেশের সাবেক কোচ জেমি ডেকে তার পাওনা বুঝিয়ে না দিয়ে। সাবেক ইংলিশ এ কোচকে তার পাওনা বুঝিয়ে দেয়ার শেষ সময় ছিল ২৭ ডিসেম্বর ২০২২। কিন্তু এখনও টাকা পাননি জেমি ডে।


২২ সেপ্টেম্বর ২০২১। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের একক সিদ্ধান্তে নিরবে ঢাকা ছাড়েন ইংলিশ কোচ। তখনো চুক্তির ১১ মাস বাকি। সেই মেয়াদ শেষের দু’মাস পর ২০২২ এর অক্টোবরে পাওনা চেয়ে ফিফার দ্বারস্থ হন বাংলাদেশের সাবেক কোচ।


সিদ্ধান্ত আসে জেমির পক্ষে। জরিমানা দিতে হবে প্রায় কোটি টাকা। আপিল করেও লাভ হয়নি ফেডারেশনের। ২৭ ডিসেম্বরের ডেডলাইন মানতে না পেরে উল্টো আরও বিপাকে। বন্ধ হয়ে গেছে ডেভলপমেন্ট খাতে ফিফার অনুদান। বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনকে সে তথ্য নিশ্চিত করেছেন জেমি ডে।


অর্থ সঙ্কট পাওনা পরিশোধে বাফুফের বড়বাধা। দেরিতে হলেও ব্যাংক ঋণ নিয়ে সেই সঙ্কট কাটানোর প্রক্রিয়া শুরু করেছে ফেডারেশন।


ফিন্যান্স কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেন, ব্যাংক ঋণ নিয়ে সংকট কাটানোর চেষ্টায় রয়েছে বাফুফে।


দিন যত যাচ্ছে অর্থের বোঝা তত বড় হচ্ছে। কেননা জরিমানার ৮৬ হাজার ডলার এখন সুদ সমেত বেড়েছে আরও। ছাড়িয়ে যাচ্ছে কোটি টাকা।


ইতোমধ্যেই জেমি ডে'র কাছে অর্থ পরিশোধে ব্যাংক হিসাব চাওয়া হয়েছে। টাকা মিললেও, ডলার সঙ্কট আর বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের কঠিন ধাপ পার হতে হবে তার আগে।


বিবার্তা/এমএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com