
লা লিগায় বছরের শুরু থেকেই ভালো করছে বার্সেলোনা। উড়ন্ত সূচনা আর অদম্য গতিতে ছুটেছে কাতালান ক্লাবটির জয়ের পাল্লা। সদ্যই কোপা দেল'রের প্রথম সেমিফাইনালে উঠে আত্মবিশ্বাসের তুঙ্গে জাভির শিষ্যরা। খেলোয়াড়দের সঙ্গে জাভির সুসম্পর্ক যেন এক সুতোয় গেঁথেছে তাদের। দলের দুর্দান্ত ফর্মে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে বার্সেলোনা। উড়তে থাকা কাতালান শিবিরে আছে দুর্দান্ত ছন্দও।
লা লিগায় ঘরের মাঠে বার্সেলোনাকে আতিথ্য দেবে জিরোনা। কোপা দেল'রেতে প্রথম সেমিফাইনাল নিশ্চিতের পর দারুণ আত্মবিশ্বাসী কাতালানরা। ম্যাচটি শুরু হবে শনিবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত পৌনে নয়টায়।
৮৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন কাতালান ক্লাবটি। সতেরো ম্যাচ খেলে ১৪ জয়, দুই ড্র ও এক হার আছে গাভি -দেম্বেলেদের। টানা সাত ম্যাচ জয়ে ফুটবলারদের ফর্মটাও আছে চোখে পড়ার মতো। এমন ফর্ম নিয়ে নিজেদের পরবর্তী ম্যাচে জিরোনার বিপক্ষে মাঠে নামবে জাভি হার্নান্দেজের দল।
তবে প্রতিপক্ষের মাঠে খেলা হওয়ায় ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে চাইবে দলটি। গেল চার বছরের ছয় দেখায় চার জয় আছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। তাই জয়ের ধারা ধরে রাখার ব্যাপারে প্রত্যয়ী জাভির দল।
এদিকে, বুন্দেসলিগায় বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ আছে ভালো ছন্দে। টেবিলের শীর্ষস্থান দখলে থাকলেও বার্লিনের সঙ্গে মাত্র তিন পয়েন্ট ব্যবধান থাকায় বেশ চাপে আছে জার্মান জায়ান্টরা। সতেরো ম্যাচ খেলে দশ জয় আছে বাভারিয়ানদের।
পরবর্তী ম্যাচ জিতে পয়েন্ট ব্যবধান বাড়াতে মুখিয়ে আছে বায়ার্ন। সাটারডে নাইটে ঘরের মাঠে আইনট্রাইখট ফ্র্যাঙ্কফুর্টকে আতিথ্য দেবে জুলিয়ান নাগেলসম্যানের দল। মাত্র পাঁচ পয়েন্ট কম নিয়ে টেবিলের চারে অবস্থান ফ্র্যাঙ্কফুর্টের। তাই, তারাও চাইবে মিউনিখকে হারিয়ে পয়েন্ট তুলে নিতে।
বিবার্তা/মাজহারুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]