
কাতার বিশ্বকাপের মঞ্চে নক স্টেজ পর্বে মাঠে নেমেই দারুণ অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমার্ধ শেষেই ২-০ গোল ব্যবধানে এগিয়ে আছে ডাচরা।
জোড়া গোল ব্যবধানে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনালের মঞ্চে এক পা দিয়েই রেখেছে নেদারল্যান্ডস, এমনটা বলাই যায়।
কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার বল দখলে যুক্তরাষ্ট্র বেশ বড় ব্যবধানে এগিয়ে ছিল। প্রথমার্ধে প্রায় ৬৪ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছে যুক্তরাষ্ট্র। ৩ বার আক্রমণেও উঠেছিল দলটি।
কিন্তু গোলের সেরা সুযোগও তৈরি করতে পারেনি দলটি। যদিও ম্যাচের একদম শুরুতে একবার দারুণ সুযোগ পেয়েছিল যুক্তরাষ্ট্র। তবে দলটির স্ট্রাইকার ক্রিশ্চিয়ান পুলিশিচ ডি বক্সে বল পেয়েও সহজ সুযোগটি মিস করেছিলেন।
অন্যদিকে ম্যাচের প্রথমার্ধে দুইবার গোলমুখে শট করে ২টি গোল আদায় করে নিয়েছে ডাচরা। ম্যাচের ১০ম মিনিটে ডাচদের তারকা ফুটবলার মেম্পিস ডিপে এবং প্রথমার্ধের ইনজুরি সময়ে দলটির পক্ষে অন্য গোলটি করেন ড্যালে ব্লাইন্ড।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]