
মুরুর বুকে বিশ্বকাপে হেক্সা মিশনে নেমেছে ব্রাজিল। সেই ব্রাজিলকেই হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিল আফ্রিকার দেশ ক্যামেরুন। শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ আসরে আফ্রিকার এই দেশটির কাছে ফুটবলের ইশ্বর মেসির দলও হেরেছিল।
১৯৯০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে ক্যামেরুন হারিয়েছিল ১-০ গোলে। তার ৩২ বছর তিতেবাহিনীকে গেল দিন ১-০ গোলে হারিয়েছে ক্যামেরুন। এই নিয়ে ব্রাজিল আর ক্যামেরুনের দেখা হয়েছে সাতবার। ৫ ম্যাচের জয় পেয়েছে সেলেসাওরা।
কাতার বিশ্বকাপের আগেও ব্রাজিলকে হারিয়েছে আফ্রিকার দেশটি। ২০০৩ সালে ফিফা কনফেডারেশন কাপে ১-০ গোলে জয় পেয়েছিল ক্যামেরুন। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ১-০ গোলে জয় তুলে ভিনসেন্ট আবু বকরের দল।
কাতারের লুসাইল স্টেডিয়ামে ২ ডিসেম্বর, শুক্রবার পুরো ম্যাচে ব্রাজিল ক্যামেরুন শিবিরে একের পর এক আক্রমণ করেছে। কিন্তু শেষ হাসিটা হেসেছিল ক্যামেরুন। শেষ মুহূর্তে ভিনসেন্ট আবুবকরের গোলে জয় নিশ্চিত করেছে তারা। অথচ দুদলের মধ্যে র্যাঙ্কিংয়ে পার্থক্য ৪২, ফুটবল বিশ্ব তো অবাক হবেই, যেমন অবাক হয়েছিল সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার হারে!
ক্যামেরুনের শুরুতেই আক্রমণাত্মক হয়ে ওঠে ব্রাজিল। অ্যান্টোনির দ্রুতগতির দৌড় শেষে বল পাস দেন রদ্রিগোকে। রদ্রিগোর কাছ থেকে বল নিয়ে ফ্রেড গোল অভিমুখে শট নেন। কিন্তু তার শট বাধা পায় ক্যামেরুনের রক্ষণভাগে। ১৪ মিনিটে প্রথম অন টার্গেটে শট নিতে সক্ষম হয় ব্রাজিল। ফ্রেডের উড়িয়ে মারা বলে মার্টিনেল্লি হেড নিলে তা হাতের ছোঁয়ায় পোস্টের ওপর দিয়ে ভাসিয়ে দেন ক্যামেরুন গোলরক্ষক ডেভিস ইপাসি।
ক্যামেরুন জোরেশোরে আক্রমণ শানায় ম্যাচের ২০ মিনিটে। বল নিয়ে মুহূর্তের মধ্যে ব্রাজিলের ডি বক্স অভিমুখে চলে যান ক্যামেরুনের অন্যতম সেরা তারকা চুপো মটিং। কিন্তু তার কাছ থেকে বল কেড়ে নিয়ে ব্রাজিলকে বিপদমুক্ত করেন এডার মিলিতাও। চার মিনিট পর গোল পেয়েই যেতে পারত ব্রাজিল। কিন্তু ক্যামেরুণ গোলরক্ষক মার্টিনেল্লির শট ঠেকিয়ে দেয়ায় গোলবঞ্চিত হতে হয় পাঁচবারের চ্যাম্পিয়নদের।
ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে ডান প্রান্ত থেকে একা বল নিয়ে আক্রমণে উঠেছিলেন মার্টিনেল্লি। কিন্তু বক্সের একটু আগে তাকে ফেলে দেন আবুবকর। ফলে সে যাত্রায়ও গোল হজম থেকে বেঁচে যায় ক্যামেরুন। যোগ করা সময়ে ব্রাজিলকে গোল দিয়ে বসেন আবুবকর। হেডে এডারসনকে পরাস্ত করেন তিনি। উদ্যাপন করতে গিয়ে জার্সি খুলে ফেলায় রেফারি তাকে লাল কার্ড দেন।
বিবার্তা/মাজহারুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]