
দেশের গন্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের আর্জেন্টিনা দলের ভক্তদের উচ্ছ্বাস। বিষয়টি চোখ এড়ায়নি আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসির স্ত্রী আন্তোনেয়া রোকুজ্জোরও।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ৪টা ২৭ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে আন্তোনেয়া রোকুজ্জো লিখেছেন, ‘আপনি কি জানেন, বিশ্বে আর্জেন্টিনার পরেই বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকের সংখ্যা সবচেয়ে বেশি। অবিশ্বাস্য।’
এরপর জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকার ইমোজি। এই লেখার সঙ্গে যে ছবি ব্যবহার করেছেন মেসির স্ত্রী সেটিতে খেলার মাঠে উচ্ছ্বসিত মেসি। তাঁর হাতে ধরা বাংলাদেশের বিশাল এক পতাকা।
এর আগে গত ২২ নভেম্বর ফুটবল বিশ্বকাপ-২০২২ এর গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবের সাথে আর্জেন্টিনার ম্যাচ চলাকালে এবং শেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একের পর এক পোস্ট দিয়ে হতাশা প্রকাশ করছে মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। সবশেষ মেসির হতাশামাখা কয়েকটি ছবি জুড়ে দিয়ে হৃদয়ভাঙার ইমোজি ক্যাপশনে একটি পোস্ট দিয়েছেন বলে খবর বেরিয়েছিলো। তবে সেই খবরটি গুজব বলে জানায় রিউমার স্ক্যানার।
বিবার্তা/গমেজ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]