
ইরানকে ১-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। একমাত্র গোলটি করেন পুলিসিক। এই জয়ে ইংল্যান্ডের সঙ্গে গ্রুপ বি থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় আল বায়াত স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখেতে থাকে তারা। যুক্তরাষ্ট্রের সে দাপট সামলাতে রীতিমতো হিমশিম খায় ইরান। দুর্দান্ত খেলতে থাকা যুক্তরাষ্ট্রের আক্রমণ বারবার ডিফেন্সে ইরানি দেয়ালের বাধায় আটকে যায়। ম্যাচের ৩০ মিনিট পর্যন্ত ৫টি শট নিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে মধ্যে দুটি অনটার্গেট।
তবে যুক্তরাষ্ট্রের প্রথম সফলতা দেখা মিলে ম্যাচের ৩৮ মিনিটে। ওই সময় পুলিসিকের গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র। মাঝমাঠ থেকে বাঁ দিকে দারুণ এক ক্রসে বল পান ডেস্ট। হেড দিয়ে তিনি ঠেলে দেন ডি বক্সের মাঝে। সেখানে থাকা পুলিসিক পাঠিয়ে দেন ইরানের জালে। গোল দিতে গিয়ে সংঘর্ষ হয় ইরানি গোলরক্ষকের সঙ্গে।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]