
প্রথমার্ধে আর্জেন্টিনাকে রুখে দিয়েছে মেক্সিকো। গোল শূন্য ড্রতে বিরতিতে গিয়েছে দুই দল।
শনিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা।
তবে খেলার ৪৫ মিনিটে ফ্রি কিক পায় মেক্সিকো। দারুণ একটি শট নেন ভেগা। আর্জেন্টাইন দেয়ালকে ফাঁকি দিয়ে বল যাচ্ছিল জালে। গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বল নিজের নিয়ন্ত্রণে রেখে দেন। একটু এদিক সেদিক হলেই গোল পেয়ে যেতো মেক্সিকো।
এদিকে ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে ছিঁটকে পড়বে আর্জেন্টিনা। এমন পরিস্থিতিতে কোচ স্ক্যালোনি আগের ম্যাচ থেকে এই ম্যাচে এনেছেন পাঁচটি পরিবর্তন।
আর্জেন্টিনা একাদশ (৪-৪-২)
মার্টিনেজ, মন্টিল, ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, আকুনা; ডি মারিয়া, ডি পল, রদ্রিগেজ, ম্যাক অ্যালিস্টার; মেসি, লাউতারো মার্টিনেজ।
মেক্সিকো একাদশ (৫-৩-২)
ওচোয়া, আলভারেজ, আরাউজো, মন্টেস, মোরেনো, গ্যালার্দো; হেরেরা, শ্যাভেজ, গুয়ার্দাদো; লোজানো, ভেগা।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]