
ফুটবলের ইশ্বর বলা হয় লিওনেল মেসিকে। মেসিকে দেখতে, তার সঙ্গে কথা বলতে মুখিয়ে থাকেন ফুটবলাররাও। আর খেলার সুযোগ পেলে তো সেটা ছাড়িয়ে যায় স্বপ্নের সীমানা। তেমনি এক বিশেষ মুহূর্তের অপেক্ষায় ইয়েরভিং লোসানো। আর এই উপলক্ষ মেক্সিকোর ফরোয়ার্ড রাঙাতে চান দলকে জিতিয়ে।
বিশ্বকাপে ‘সি’ গ্রুপের ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে মেক্সিকো। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময়ে শনিবার রাত ১টায় শুরু হবে ম্যাচটি। এই মাঠেই সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে বড় ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে তাই জয়ের বিকল্প নেই লাতিন আমেরিকার চ্যাম্পিয়নদের।
ম্যাচটি জিততে যে মরিয়া থাকবে আর্জেন্টিনা ভালো করেই জানে মেক্সিকো। বিশেষ করে, মহাতারকা মেসি এই ম্যাচে নিজেকে যে উজাড় করে দিতে চাইবেন, তা নিয়ে সংশয় আছে সামান্যই। ২৭ বছর বয়সী লাসানো শুক্রবার সাংবাদিকদের বললেন এই মেসির বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন তিনি।
‘তাদের দলে আছে বিশ্ব সেরা ফুটবলার, আমার কাছে সেরা খেলোয়াড় হলেন মেসি এটা আমার জন্য বিশেষ এক মুহূর্ত।’ নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মেক্সিকো। শেষ ষোলোতে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরও। লাসানো আত্মবিশ্বাসী, আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের মতো আরেকটি চমক উপহার দিতে পারবেন তারা।
‘আমাদের অবশ্যই অনেক ধৈর্য ও বুদ্ধির প্রয়োজন হব আমরা দারুণ একটি দল, মাঠে আমাদের এটা দেখাতে হবে। এই ম্যাচটি হতে পারে (পরের ধাপে ওঠার) চাবিকাঠি।’আর্জেন্টিনার বিপক্ষে এখন পর্যন্ত বিশ্বকাপে তিন ম্যাচে মুখোমুখি হয়েছে মেক্সিকো। তিনবারই হারের তেতো স্বাদ পেয়েছে তারা।
বিবার্তা/মাজহারুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]