
কাতার বিশ্বকাপ নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। যে দলটিকে বিশ্বকাপে ফেবারিটদের অন্যতম ভাবা হচ্ছিল, তারাই এখন বিদায়ের চোখরাঙানিতে পড়েছে। সেদিন দলগতভাবে ব্যর্থতার পাশাপাশি বেশ কজন খেলোয়াড়ের ব্যক্তিগত দুর্বলতাও আড়াল হয়নি। তবে সব ভুলে যেকোনো মূল্যে এখন ঘুরে দাঁড়াতে মরিয়া লাতিন পরাশক্তিরা।
জয়ে ফিরতে এখন মেক্সিকোর বিপক্ষে একাদশে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টস এক প্রতিবেদনে জানায়, আর্জেন্টিনা দলে সব মিলিয়ে আসতে পারে ৫ পরিবর্তন। বাদ পড়তে যাওয়াদের মধ্যে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসও আছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
প্রতিবেদনে আরও বলা হয়, পরিবর্তিত একাদশে আর্জেন্টাইন কোচ পারেদেসের পরিবর্তে গুইদো রদ্রিগেজকে বাজিয়ে দেখতে পারেন। সৌদি আরবের বিপক্ষে হারা ম্যাচে নিজের সেরাটা উপহার দিতে ব্যর্থ হয়েছেন পারেদেস, যার প্রভাব পড়েছে দলের পারফরম্যান্সে।
অবশ্য শুধু পারেদেসই নন, একাদশে আরও কিছু চমক নিয়ে আসতে পারেন স্কালোনি। রক্ষণে লিসান্দ্রো মার্তিনেজকে আনা হতে পারে ক্রিস্টিয়ান রোমেরোর জায়গায়, নাহুয়েল মলিনার জায়গায় নিতে পারেন গঞ্জালো মন্তিয়েলকে এবং মার্কোস আকুনিয়াকে নিয়ে আসা হতে পারে নিকোলাস তালিয়াফিকোর জায়গায়।
আর মিডফিল্ডে পারেদেসের সঙ্গে বাদ পড়তে পারেন পাপু গোমেজও। এ জায়গায় আসতে পারেন এঞ্জো ফার্নান্দেজ। তবে ফরোয়ার্ড লাইনে কোনো পরিবর্তন আনবেন না স্কালোনি। লিওনেল মেসির সঙ্গে থাকবেন লাওতারো মার্তিনেজ।
আজ শনিবার দিবাগত রাতে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। দলের রক্ষণ, আক্রমণভাগসহ কৌশলগত পরিবর্তন না আনলে আর্জেন্টিনার বিদায় হতে পারে আজ।
মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনিয়া, রদ্রিগো ডি পল, গুইদো রদ্রিগেজ, এঞ্জো ফার্নান্দেজ, আনহেল দি মারিয়া, লাওতারো মার্তিনেজ ও লিওনেল মেসি।
বিবার্তা/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]