
কাতার বিশ্বকাপকে সামনে রেখে একের পর এক ‘ঘোষণা’ দিয়ে চলছে ফিফা। এবারের বিশ্বকাপে বাড়তি সুবিধা পাচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। প্রতি দলে এবার ২৬ জন করে ফুটবলার থাকবে বলে জানিয়েছে ফিফা।
মূলত টুর্নামেন্ট আয়োজনের সময় ও করোনা পরিস্থিতিকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ফাইনাল লিস্টের খেলোয়াড় সংখ্যা বাড়িয়ে নূন্যতম ২৩ ও সর্বোচ্চ ২৬ করা হয়েছে। এই ২৬ জন ব্যতীত কেউই টিম বেঞ্চে বসতে পারবে না। যাদের মধ্যে থাকবে একাদশের বাইরের অতিরিক্ত ১৫ খেলোয়াড় ও ১১ জন কর্মকর্তা। তবে, কর্মকর্তাদের মধ্যে অবশ্যই একজন চিকিৎসক থাকতে হবে।
গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ চলাকালে এমন উদ্যোগ নিয়েছিল উয়েফা। প্যানডেমিকের কারণে দলগুলো অতিরিক্ত ৩ জন খেলোয়াড় নিতে পেরেছিল স্কোয়াডে।
বিবার্তা/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]