
করোনা আক্রান্ত হওয়ার তিনদিন পরই করোনা থেকে মুক্ত হয়েছেন সাকিব আল হাসান। ফলে শুক্রবার (১৩ মে) বিকালেই চট্টগ্রাম গিয়ে দলের সঙ্গে যোগ দেয়ার কথা সাকিবের। শনিবার (১৪ মে) টেস্টের আগের দিন অনুশীলন করবেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শুরু হবে আগামী রবিবার (১৫ মে)। তবে চট্টগ্রাম টেস্টে সাকিবকে একাদশে দেখা যাবে কি-না তা এখনো নিশ্চিত নয়।
সাকিবের বিষয়ে জানতে চাইলে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, নিশ্চিতভাবেই তার ফিটনেস পরীক্ষা করতে হবে। করোনা থেকে সেরে উঠেছে মাত্র এবং খুব বেশি ক্রিকেট কিন্তু খেলেনি। ও অবশ্যই আমাদের জন্য বড় খেলোয়াড় যে দলের ভারসাম্য নিয়ে আসে।
জাতীয় দলের প্রধান কোচ বলেন, ‘তাকে (সাকিব) শনিবার আমরা দেখবো। দুই তিন-সপ্তাহেরও বেশি সময় হয়ে গেছে ও ব্যাটিং বা বোলিং কিছু করেনি। হঠাৎ করে এসে পাঁচদিনের টেস্ট ম্যাচ খেলা কঠিন। ৫০ বা ৬০ ভাগ ফিট একজন খেলোয়াড়কে টেস্ট ম্যাচ খেলানো কঠিন।’
বিবার্তা/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]