
বিপিএলের অষ্টম আসরে শনিবার (২৯ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। টেবিলের তলাতিনে থাকা সাকিবরা এই ম্যাচে জয়ে ফিরতে মরিয়া।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে।
জমে উঠেছে বিপিএলের অষ্টম আসর। শুক্রবার এক ম্যাচে দর্শকরা দেখেছে দুটি সেঞ্চুরি। সিলেটের হয়ে লেন্ডল সিমন্সের ১১৬ রানের ইনিংসের পর, ঢাকার হয়ে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। একই সঙ্গে ঢাকাও ফিরেছে জয়ে। তবে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।
চট্টগ্রামপর্বে এখনো মাঠে নামা হয়নি দলটির। তবে মিরপুরে তিন ম্যাচ খেলে সাকিবরা হেরেছে দুই ম্যাচে। অথচ বরিশালকে এবার ধরা হয়েছিলো হট ফেবারিট। তবে এখনই হতাশ হওয়ার কিছু নেই। বাকি ম্যাচগুলোতে ঘুড়ে দাঁড়াতে পারলে তারা পয়েন্ট টেবিলের শীর্ষেও পৌঁছেও যেতে পারে।
বিপিএলের শুরুটা অবশ্য সাকিবরা শুরু করেছিলো জয় দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে তারা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়েছিলো ৪ উইকেটের ব্যবধানে। এরপর দ্বিতীয় ম্যাচে তারা মিনিস্টার ঢাকার বিপক্ষে হেরেছে ৪ উইকেটের ব্যবধানে। ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভোদের মতো টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ব্যাটার নিয়েও হয়েছে তাদের ভরাডুবি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গুটিয়ে যায় মাত্র ৯৫ রানে। তবে চট্টগ্রামে সাকিবের সঙ্গে গেইল, ব্রাভো, জিয়াউর রহমানরা জ্বলে উঠলে খুলনা টাইগার্সের বিপক্ষে জয় তোলা অসম্ভব না ফরচুন বরিশালের।
মুশফিকের খুলনাকে হারানো সহজ হবে না সাকিবের বরিশালের। তিন ম্যাচের মধ্যে ইতোমধ্যে দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তিনে আছে খুলনা টাইগার্স। নিজেদের প্রথম ম্যাচে তারা ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে মিনিস্টার ঢাকাকে। দ্বিতীয় ম্যাচে অবশ্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হেরেছে ২৫ রানের ব্যবধানে। তৃতীয় ম্যাচে আবার তাদের বিপক্ষে মাঠে নেমে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে খুলনা। বরিশালের বিপক্ষে খুলনার ট্রাম্পকার্ড আন্দ্রে ফ্লেচার, প্রসান্না ও থিসারা পেরেরা। একই সঙ্গে মুশফিক, ইয়াসির রাব্বি, ফরহাদ রেজারা জ্বলে উঠতে পারলে জয় নিয়ে মাঠ ছাড়বে খুলনা টাইগার্স।
খুলনা টাইগার্স একাদশ: আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, রনি তালুকদার, মুশফিকুর রহিম (অধিনায়ক), ইয়াসির রাব্বী, থিসারা পেরেরা, মেহেদী হাসান, ফরহাদ রেজা, কামরুল ইসলাম, সেকুগে প্রসন্ন এবং শরিফুল্লাহ।
ফরচুন বরিশাল একাদশ: সৈকত আলী, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ক্রিস গেইল, নুরুল হাসান সোহান, ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, জ্যাক লিন্টট, নাইম হাসান, তাইজুল ইসলাম।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]