
বিগত তিন বছর টেস্টে সেঞ্চুরির দেখা পাননি তিনি। এরইমধ্যে তিন ফরম্যাটেই অধিনায়কত্ব হারিয়েছেন। বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক মোটেই ভালো যাচ্ছে না তার।
কোহলি যে কার্যত চাপের মধ্যে আছেন তা দিনের আলোর মতোই পরিষ্কার। ভারতীয় দলের সেরা তারকা কেন রান পাচ্ছেন না দীর্ঘদিন সে প্রশ্নে বিশ্লেষক বা সাবেক তারকারা নানা ব্যাখ্যা দিয়েছেন।
তবে এবার কোহলির এই ব্যর্থতার কারণ জানাতে গিয়ে তার ব্যক্তিগত জীবনকে টেনে আনলেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার।
পাক স্পিডস্টার মনে করছেন, কোহলির বিয়ে করাটাই ঠিক হয়নি। দাম্পত্য জীবন তার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলেছে।
কোহলির অবস্থানে তিনি থাকলে নাকি বিয়েই করতেন না বলে মন্তব্য করেছেন শোয়েব। ২০ বছর ধরে পাওয়া ভক্তদের ভালোবাসা কোহলির ধরে রাখা উচিত ছিল বলে জানান তিনি।
সম্প্রতি ভারতীয় দৈনিক জাগরণকে দেয়া সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেন, ‘কোহলি ৬-৭ বছর ভারত দলকে নেতৃত্ব দিয়েছে। আমি কখনও ওর অধিনায়কত্বের পক্ষে ছিলাম না। আমি চেয়েছিলাম কোহলি ব্যাটিংয়ে ফোকাস করে সেঞ্চুরি করতে থাকুক। কোহলির জায়গায় থাকলে আমি বিয়েই করতাম না। আমি রান করে যেতাম আর ক্রিকেট উপভোগ করতাম। ক্রিকেটে ১০-১২ বছর একদম অন্যরকম একটা সময়। ফিরে আসে না আর। আমি বলছি না যে, বিয়ে করা খারাপ। যখন কেউ ভারতের হয়ে খেলে, তখন তার জীবন উপভোগ করার মতো সময় কমই থাকে। ভক্তরা কোহলির জন্য পাগল। বিগত ২০ বছর ধরে যে ভালোবাসা ও পেয়ে আসছে, ওর সেটা ধরে রাখা উচিত ছিল। ’
সাবেক গতিতারকা আরো বলেন, ‘আমি মনে করি অবশ্যই বিয়েটা কোহলির জন্য চাপ। তার কেরিয়ারে এটি প্রভাব ফেলেছে। পরিবারের থেকে চাপ থাকে, সন্তানের জন্য চাপ থাকে। এমনিই ক্রিকেটারদের কেরিয়ার ছোট। ১৪-১৫ বছরের মধ্যে পাঁচ-ছয় বছরই শীর্ষে থাকা যায়। কোহলি সেই সময় পার করে এসেছে। এবার ওকে লড়তে হবে।’
দল হারলেও কোহলি ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন ইতোমধ্যে। সদ্যসমাপ্ত ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৬৫ রানের ইনিংস খেলেছেন তিনি।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]