সূচকের পতনে সপ্তাহ শুরু, কমেছে লেনদেন
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ১৭:৩৮
সূচকের পতনে সপ্তাহ শুরু, কমেছে লেনদেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গেলো সপ্তাহের শুরুতে ব্যাপক পতনের পর শেষের দিকে সূচকের বড় উত্থান দিয়ে বিনিয়োগকারীদের কিছুটা আসার আলো দেখিয়েছিলো পুঁজিবাজার। তবে সেই আশা দীর্ঘস্থায়ী হলোনা। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৪ মার্চ) লেনদেন ভালোভাবে শুরু করতে পারলেও, শেষটা পতন দিয়েই হলো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। মূল্যসূচক পতনের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনও। কমেছে ৩০৪ টি শেয়ার এবং ইউনিটের দর।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, লেনদেনে অংশ নেয়া ৩৯৭ টি কোম্পানির মাঝে শেয়ারের দর বেড়েছে ৬৫ টির, কমেছে ৩০৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির।


ডিএসইতে আজ ৫৮০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসে ছিলো ৬১০ কোটি ০৮ লাখ টাকা।


এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪০ দশমিক ৫৪ পয়েন্ট পতনের পর ৫ হাজার ৯০১ পয়েন্টে এসেছে।


এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ০৮ দশমিক ০০৯৬ পয়েন্ট কমেছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ২৮৫ পয়েন্ট। অন্যদিকে ডিএসই-৩০ সূচক ০৬ দশমিক ৬৬ পয়েন্ট কমে ২ হাজার ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।


অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৯৭২পয়েন্টে।


এ সময় লেনদেন হওয়া ৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫টির, দর কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩ কোটি ৪৭ লাখ টাকা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com