
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতন, দর বৃদ্ধি এবং শেয়ার লেনদেনের হালহকিকত দেখে নিন একনজরে। ২০ জানুয়ারী, শুক্রবার ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
শেয়ার লেনদেন: বিদায়ী সপ্তাহে (১৫-১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে জেনেক্স ইনফোসিস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৯৬ লাখ ২৮ হাজার ১০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯২ কোটি ৫ লাখ ৭৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.৫৮ শতাংশ।
লেনদেন তালিকায় দ্বিতীয় বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৬৩ লাখ ১৭ হাজার ৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৯ কোটি ৩৩ লাখ ৪৬ হাজার টাকা। লেনদেন তালিকায় তৃতীয় বসুন্ধরা পেপার লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৯ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা।
অন্যান্য কোম্পানিগুলো হলো: ওরিয়ন ফার্মার ১৪৩ কোটি ১ লাখ ১৮ হাজার টাকার, আমরা নেটওয়ার্কের ৯৯ কোটি ৯৭ লাখ ১৫ হাজার টাকার, জেএমআই হসপিটালের ৯৬ কোটি ৫২ লাখ ১৫ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ৮৯ কোটি ৬৭ লাখ ৭১ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৮৫ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার টাকার, লাফার্জহোলসিম ৮৫ কোটি ৪৩ লাখ ১৭ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৮৩ কোটি ৬১ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দর বৃদ্ধি: বিদায়ী সপ্তাহে (১৫-১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১১৪টির দর বেড়েছে, ৬৮টির দর কমেছে, ২০৭টির দর অপরিবর্তিত রয়েছে এবং ১১টির লেনদেন হয়নি। সপ্তাহজুড়ে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে প্রগতি ইন্সুরেন্স লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সপ্তাহের শুরুতে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৬১ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৭৬ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১৫ টাকা ১০ পয়সা বা ২৪.২৭ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: সিটি জেনারেল ইন্সুরেন্সের ২৪.১৪ শতাংশ, ঢাকা ইন্সুরেন্সের ১৮.৪৫ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ১৬.৮৯ শতাংশ, বিডিকমের ১৬.১২ শতাংশ, ইন্দোবাংলা ফার্মার ১৫.৭৯ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ১৫.৪৭ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ১৫.২৮ শতাংশ, কর্ণফুলি ইন্সুরেন্সের ১৪.২৯ শতাংশ এবং জেমিনি সী ফুডের ১৪.২৭ শতাংশ দর বেড়েছে।
দর পতন: বিদায়ী সপ্তাহে (১৫-১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১১৪টির দর বেড়েছে, ৬৮টির দর কমেছে, ২০৭টির দর অপরিবর্তিত রয়েছে এবং ১১টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে লিবরা ইনফিউশনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সপ্তাহের শুরুতে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৭৮৩ টাকা ৮০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৭৪৫ টাকা ৬০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৩৮ টাকা ২০ পয়সা বা ৪.৮৭ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: জুট স্পিনার্সের ৪.৮৪ শতাংশ, রেনউইক যজ্ঞেশরের ৪.৭৮ শতাংশ, রহিম টেক্সটাইলের ৪.৭৫ শতাংশ, জিলবাংলা সুগারের ৪.৭২ শতাংশ, এমারেল্ড অয়েলের ৪.৭০ শতাংশ, শ্যামপুর সুগারের ৪.৬৯ শতাংশ, অলটেক্সের ৪.৬৩ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৪.৬২ শতাংশ এবং সোনারগাঁও টেক্সটাইলের ৪.৫৯ শতাংশ দর কমেছে।
বিবার্তা/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bba[email protected] , [email protected]