
বৈশ্বিক বাজারে নতুন ফিটনেস ব্যান্ড আনল শাওমি। মডেল মি ব্যান্ড সেভেন। চীনে সম্প্রতি ফিটনেস ট্রাকারটি অবমুক্ত করা হয়েছে।
শাওমি দাবি করছে তাদের নতুন ফিটনেস ব্যান্ড এক চার্জে ১৪ দিন চলবে। এতে রয়েছে ১২০টি স্পোর্টস মোড। এর মধ্যে চারটি প্রফেশনাল স্পোর্টস মোড রয়েছে।
কোম্পানির লেটেস্ট জেনারেশনের ফিটনেস ব্যান্ডে রয়েছে ১.৬২ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। একাধিক হেলথ ট্র্যাকিং ছাড়াও এই ফিটনেস ব্যান্ডে রয়েছে বিভিন্ন স্পোর্টস মোড।
স্লিপ ট্র্যাকিং ছাড়াও রয়েছে এসপিওটু সেন্সর। যা ব্যবহার করে রক্তে অক্সিজেনের পরিমান মেপে নেওয়া যাবে।
দুই ভেরিয়েন্টে পাওয়া যাবে শাওমি মি ব্যান্ড সেভেন। বেস মডেল ছাড়াও এনএফসি ভেরিয়েন্টে এই ফিটনেস ব্যান্ড কেনা যাবে। দুই মডেলেই রয়েছে ১.৬২ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। এই ডিসপ্লেতে ১৯২X৪৯০ পিক্সেলস রেজুলেশণ পাওয়া যাবে। ডিসপ্লেতে সর্বোচ্চ ৫০০ নিটস ব্রাইটনেস পাওয়া যাবে।
নতুন ব্যান্ডটিতে থাকছে অলওয়েজ অন ডিসপ্লে। স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য এই ডিভাইসে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার।
এছাড়াও থাকছে অ্যাকটিভিটি ট্র্যাকিং ও ডেটা অ্যানালিস্ট।চীনের বাজারে এই ফিটনেস ব্যান্ডটির দাম ২৪৯ ইউয়েন।
বিবার্তা/গমেজ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]