
সদস্যদের নিয়ে বুককিপিং, ডাটাএন্ট্রি, পেরোল প্রসেসিং, ফিনান্সিয়াল এনালাইসিস অ্যান্ড মডেলিং, ফিনান্সিয়াল রিপোর্টিং, ব্যাংক রিকন্সিলিয়েশন, ট্যাক্স প্রিপারেশনসহ অ্যাকাউন্টিং প্রসেস আউটসোর্সিং বিষয়ে কর্মশালা করলো বিপিও খাতের বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)।
রাজধানীর বনানী এলাকার একটি কনফারেন্স হলে বুধবার এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বাক্কো’র ৩২টি সদস্য প্রতিষ্ঠানের সদস্যরা। কর্মশালায় প্রশিক্ষণ ছিলেন ডি টেমপেট লিমিটেড পরিচালক কামরুল হাসান।
বাক্কো যুগ্ম সাধারণ সম্পাদক তানজিরুল বাসারের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইবিপিস’র সহকারী নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল খান।
অনুষ্ঠানটিকে প্রাণবন্ত, ফলপ্রসূ ও অর্থবহ করে তোলার জন্য বাক্কোর অর্থ সম্পাদক মো. আমিনুল হক প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং এই কর্মশালায় পৃষ্ঠপোষকতার জন্য বিজনেস প্রমোশন কাউন্সিলকে ধন্যবাদ জানান এবং কর্মশালা শেষে তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
বিবার্তা/গমেজ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]