
অনলাইন ব্যবসায়ীদের বাণিজ্যিক সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২২-২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন ছিল আজ বুধবার।
সব মিলিয়ে এবার ৯ পদের বিপরীতে মোট ৩৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী। বিকেল পৌনে ২টার মধ্যে ৩৬টি মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা।
জানা গেছে, ১৮ মে বুধবার বেলা ১২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন ১০ জন। এরা হলেন- মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল (কমজগৎ টেকনোলজি, এম ডি রুহুল কুদ্দুস ছোটন (ফোকাস ফ্রেম),শাহরিয়ার হাসান (পেপার ফ্লাই), সৈয়দা আম্বারীন রেজা (ফুডপান্ডা), এমডি সোফায়েত মাহমুদ (এসএম ইন্টারন্যাাশনাল), শাফকাত হায়দার (সি-প্রো), এমডি আব্দুল আলিম (পাবলিকস মেট্রো), সামদানি তাবরিজ (র্যাপিডো ডেলিভারি), আব্দুল আজিজ (যাচাই) এবং মাফিয়া নাহিদ (যাচাই)।
একসাথে মনোনয়নপত্র জমা দেয় ‘অগ্রগামী’ প্যানেলের ৯ সদস্য। এর হলেন- শমী কায়সার, আব্দুল ওয়াহেদ তমাল, মোহাম্মাদ সাহাব উদ্দিন, নাসিমা আক্তার, আসিফ আহনাফ, মোহাম্মাদ সাইদুর রহমান, এম ডি রুহুল কুদ্দুস ছোটন, শাহরিয়ার হাসান এবং সৈয়দা আম্বারীন রেজা।
এছাড়াও এ দিন মনোনয়নপত্র সংগ্রহ করেই জমা দেন শাফকাত হায়দার, এমডি সোফায়েত মাহমুদ, মোহাম্মাদ তাজুল ইসলাম, এমডি সেলিম শেখ, আব্দুল আজিজি, এ এম ইশতিয়াক সারোয়ার, এমডি আব্দুল আলিম এবং সামদানি তাবরিজ।
সূত্রমতে, স্বতন্ত্র ভাবে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিলেও তিনটি প্যানেলে হতে যাচ্ছে এবারের নির্বাচনী প্রচারণা। এই প্যানেলগেুলোর মধ্যে রয়েছে অগ্রগামী, চেঞ্জমেকার্স এবং রেনোভেট।
প্রসঙ্গত, আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে ইক্যাবের ২০২২-২৪ দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোট। এর আগে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ৩০ মে। এবারের নির্বাচন সদস্যদের কাছে গ্রহণযোগ্যতা এবং ইমেজ নিয়ে তুঙ্গে রয়েছে ই-ক্যাব। মনোনয়ন বেচে ৯ লাখ টাকা আয় হয়েছে ই-ক্যাবের। গত ১০ মে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৭৯৫ জন।
এবারের ই-ক্যাব নির্বাচনে বোর্ড চেয়ারম্যান আমিন হেলালী এবং দুই সদস্য আব্দুর রাজ্জাক ও বজলুর রহমান। বোর্ড সচিব হিসেবে আছেন আব্দুল আজিজ।
বিবার্তা/গমেজ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]