হজের নতুন প্যাকেজ ঘোষণার দাবিতে আইনজীবীদের বিক্ষোভ
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ২০:৫৮
হজের নতুন প্যাকেজ ঘোষণার দাবিতে আইনজীবীদের বিক্ষোভ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হজের প্যাকেজ মূল্য সংশোধন করে ৪ লাখ টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। ৯ মার্চ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের প্রবেশমুখে আল-কোরআন স্টাডি সেন্টারের ব্যানারে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


বিক্ষোভে অংশ নিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ ও সৌদি সরকারের বাণিজ্যিক ভিত্তিক এই হজ প্যাকেজ প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে অবিলম্বে ৪ লাখ টাকার মধ্যে নতুন হজ প্যাকেজ ঘোষণা করার দাবি জানান তারা।


বিক্ষোভ সমাবেশে সাবেক বিচারপতি মীর হাসমত আলী ছাড়াও আল-কোরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান প্রমুখ বক্তব্য রাখেন।


এর আগে গত ৬ মার্চ হজের প্যাকেজ মূল্য সংশোধন করে ৪ লাখ টাকা নির্ধারণ করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান আল-কোরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান।


বিবার্তা/রিয়াদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com