
মুসলিম ইবন ইবরাহীম (র.)... আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত, মহানবী রাসুল (সা.) আমাকে তিনটি কাজের ওসিয়্যাত (বিশেষ আদেশ) করেছেন, আমৃত্যু তা আমি পরিত্যাগ করবো না। কাজ তিনটি হল,
১) প্রতি মাসে তিনদিন সিয়াম পালন করা,
২) সালাতুয-যুহা (চাশতের সালাত আদায় করা) এবং
৩) বিতর (সালাত) আদায় করে ঘুমান।
আয়শা(রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাশত-এর সালাত আদায় করতে আমি দেখিনি। তবে আমি তা আদায় করে থাকি। রাসুল (সা.)কে চাশতের সালাত আদায় করতে না দেখা গেলেও তিনি এই সালাত আদায় করতেন। অনেকেই দেখেছে। এই সালাত আদায় না করাকে সঠিক মনে করা অনুচিত। এটি প্রশস্ত নয়, বরং বাধ্যতামূলক। কারণ অনেকেই রাসুল (সা.) কে চাশতের সালাত আদায় করতে দেখেছেন।
আবদুল্লাহ ইবন উমর (রা.) থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিতরকে তোমাদের রাতের শেষ সালাত করবে। আর, প্রতি মাসে অত্যাবশকীয়ভাবে তিনদিন সিয়াম পালন করতেন রাসুল (সা.)। তাই এই আমলও বাদ দেওয়া যাবে না।
মূলত, মুমিন বান্দা হিসেবে উল্লেখ্য তিনটি কাজ অর্থাৎ প্রতিমাসে তিনদিন সিয়াম পালন, চাশতের নামাজ ও বিতরের সালাত আদায় করে মহানবী (সা.) এর বিশেষ আদেশ পালন করা আমাদের অবশ্য কর্তব্য।
সূত্র: বুখারী শরীফ-২য় খণ্ড
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]