কর্ণফুলীতে অর্থপ্রতিমন্ত্রীর ব্যানার ছিঁড়ে ফেলায় শ্রমিক লীগ নেতার ফেসবুক স্ট্যাটাস
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ১৭:০৭
কর্ণফুলীতে অর্থপ্রতিমন্ত্রীর ব্যানার ছিঁড়ে ফেলায় শ্রমিক লীগ নেতার ফেসবুক স্ট্যাটাস
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের কর্ণফুলীতে অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি'র ছবিযুক্ত কয়েকটি শুভেচ্ছা ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।


ঘটনাটি ঘটেছে (১৩ মার্চ) কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মোড় এলাকায়। এ বিষয়ে থানায় জিডি হওয়ার কথা রয়েছে।


এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দা জানিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ।


গত ১৫ মার্চ, রাত ১২টা ৫ মিনিটে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি 'Engr Islam Ahmed' থেকে এ স্ট্যাটাস দেন। জাতীয় শ্রমিক নেতার সেই ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো- 'যে ব্যানারগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তারুণ্যের অহংকার সজীব ওয়াজেদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাশীল দক্ষিণ চট্টগ্রামবাসীর গর্ব ও মুক্তিযুদ্ধের সংগঠক, আমৃত্যু কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত নেতা আতাউর রহমান খান কায়সার ও তাঁর সুযোগ্য কন্যা অর্থ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি মহোদয়ের ছবি সম্বলিত ব্যানার ছেঁড়া মানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত মন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে অসম্মানিত করা। যে জাতি, সমাজ গুণীজনকে সম্মান বা কদর না করে, সে সমাজ বা জাতিতে গুণীজন জন্মাবে না। এটা নিছক নোংরা রাজনীতি, অপসংস্কৃতির বহিঃপ্রকাশ। এর তীব্র নিন্দা ও দোষীদের খুঁজে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই। জয়বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।’


মুহূর্তেই ইঞ্জিনিয়ার ইসরাম আহমেদ এর ওই ফেসবুক পোস্টে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান কর্ণফুলীর আওয়ামী অন্তপ্রাণ জনসাধারণ।


কমেন্টে এম কে এইচ টুটুল নামক একজন লিখেন, 'আশেপাশের সিসি ক্যামেরাগুলো চেক করলে ভালো হয়।' কারণ ব্যানারগুলো সাঁটানো ছিল মইজ্জ্যারটেক মোড় এবং পুলিশ বক্সের আশেপাশে এলাকায়। যেখানে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার ইলেকট্রনিক চোখ লাগানো রয়েছে।


এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের এক সিনিয়র নেতা বলেন, অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি'র ছবিযুক্ত শুভেচ্ছা ব্যানারগুলো রাতের আঁধারে ছিঁড়ে ফেলা হয়েছে। যেখানে জাতির জনক শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ


হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের ছবি থাকা সত্ত্বেও সেই ব্যানার টেনে ছিঁড়েছে দুর্বৃত্তরা। যা দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। প্রতিহিংসার কারণে এমনটা করা হয়েছে। যা সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত করতে পারে পুলিশ।'


প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতিকারী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার।


কর্ণফুলী উপজেলা কৃষকলীগের সভাপতি হারুণ চৌধুরী প্রকাশ নেভী হারুন বিবার্তাকে বলেন, 'এইগুলি কিসের আলামত জানি না। তবে কারো ব্যানার ছেঁড়া অত্যন্ত নোংরা কাজ। যারা এসব নোংরা কাজ করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরা এটার নিন্দা জানাচ্ছি।'


বিবার্তা/জাহেদ/রোমেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com